Industry in Bengal: সরকারি জমি লিজ়ে নিয়ে আর ফেলে রাখা যাবে না, বড় সিদ্ধান্তের পথে নবান্ন
Nabanna: সূত্রের খবর, এর ফলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি এককালীন টাকা পাবে সরকার।
কলকাতা: শিল্পের (Industry in Bengal) ক্ষেত্রে বড় সিদ্ধান্তের পথে নবান্ন (Nabanna)। শিল্পের জন্য ৯৯ বছরের লিজ়ে যে জমিগুলি রয়েছে, সেগুলিকে এবার ফ্রি হোল্ড করার পথে রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠক ছিল। সেই বৈঠকেই জমি সংক্রান্ত আইন সংশোধন করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এর ফলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি এককালীন টাকা পাবে সরকার। লিজ়ের জমি হয় কিনে নিতে হবে, নাহলে ফেরত দিতে হবে রাজ্যকে। অর্থাৎ, লিজ়ের জমি আর ফেলে রাখা যাবে না। তেমন হলে রাজ্য সরকারকে তা ফেরত দিতে হবে।
অনেক ক্ষেত্রেই উদ্যোগপতিরা নিজেদের শিল্প বা ব্যবসার জন্য সরকারি জমি ৯৯ বছরের জন্য লিজ় নিয়ে থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, ৯৯ বছরের জন্য লিজ় নেওয়ার পরেও সেখানে কোনও কাজ হয় না। খালি পড়ে থাকে জমিগুলি। এইভাবে জমি লিজ় নিয়ে ফেলে রেখে দেওয়াটাই বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। জমি সংক্রান্ত আইনে সংশোধনের যে প্রস্তাবে এদিন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, সেটি আইনে পরিণত হয়ে গেলে এই ৯৯ বছরের লিজ় আর থাকবে না। সেক্ষেত্রে এই জমিগুলিকে ফ্রি হোল্ড করে দেওয়া হবে। অর্থাৎ, জমিগুলিকে সমকালীন বাজারদরে কিনে নিতে হবে কিংবা সেই জমি সরকারকে ফেরত দিতে হবে।
প্রসঙ্গত, রাজ্যের তরফে যখন সরকারি জমি লিজ় দেওয়া হয়, তখন শিল্পপতিরা বা ব্যবসায়ীরা তা তুলনায় কম অর্থের বিনিময়ে তা পেয়ে যান। এক্ষেত্রে এমন ফাঁকা পড়ে থাকা জমিগুলি যদি রাজ্যের থেকে কিনে নেয় শিল্পপতিরা, তাহলে রাজ্যের রাজস্ব তো বাড়বেই। সেই সঙ্গে হাতে এককালীন টাকাও আসবে। রাজ্য সরকারের জন্য এই জমি সংক্রান্ত আইনে সংশোধনের প্রস্তাব আগামী দিনে বেশ লাভজনক হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার পরবর্তী সময়ে এই প্রক্রিয়া কতটা প্রভাব ফেলে।