TET 2022: টেট পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর, রবিবারও রাস্তায় নামছে পর্যাপ্ত সরকারি-বেসরকারি বাস

TET 2022: আগামী ১১ ডিসেম্বর, রবিবার প্রাথমিক টেট। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছেন।

| Edited By: | Updated on: Dec 09, 2022 | 7:00 PM
আজ টেট।

আজ টেট।

1 / 6
শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, রবিবার পরিবহণ পরিষেবাকে মসৃণ রাখতে রাজ্য পরিবহণ দফতর বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী জানান, প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় বসতে চলেছেন। প্রায় ১৪০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। যেহেতু রবিবার ছুটির দিন তাই পর্যাপ্ত যানবাহন নিয়ে ভাবনা রয়েছে তাঁদের।

শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, রবিবার পরিবহণ পরিষেবাকে মসৃণ রাখতে রাজ্য পরিবহণ দফতর বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী জানান, প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় বসতে চলেছেন। প্রায় ১৪০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। যেহেতু রবিবার ছুটির দিন তাই পর্যাপ্ত যানবাহন নিয়ে ভাবনা রয়েছে তাঁদের।

2 / 6
মন্ত্রীর কথায়, "রবিবার ছুটির দিন তাই বিশেষভাবে আমার সবাইকে অনুরোধ করছি সেদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য যেন পর্যাপ্ত গাড়ি রাস্তায় নামে।" বিভিন্ন পরিবহণ সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, রবিবার যেন তারা তাদের সমস্ত বাস পথে নামান।

মন্ত্রীর কথায়, "রবিবার ছুটির দিন তাই বিশেষভাবে আমার সবাইকে অনুরোধ করছি সেদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য যেন পর্যাপ্ত গাড়ি রাস্তায় নামে।" বিভিন্ন পরিবহণ সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, রবিবার যেন তারা তাদের সমস্ত বাস পথে নামান।

3 / 6
বেসরকারি বাস সংগঠনগুলিকে তিনি অনুরোধ করেন, বাস কর্মচারিরা সকলেই যেন রবিবার কাজে যোগ দেন। জলপথ পরিবহণও রবিবার চালু থাকবে। বর্তমানে রোজ প্রায় ২ হাজারের উপরে সরকারি বাস চলাচল করে। রবিবার সমস্ত বাসই পথে নামবে।

বেসরকারি বাস সংগঠনগুলিকে তিনি অনুরোধ করেন, বাস কর্মচারিরা সকলেই যেন রবিবার কাজে যোগ দেন। জলপথ পরিবহণও রবিবার চালু থাকবে। বর্তমানে রোজ প্রায় ২ হাজারের উপরে সরকারি বাস চলাচল করে। রবিবার সমস্ত বাসই পথে নামবে।

4 / 6
পরীক্ষার্থীরা কোনওরকম সমস্যায় পড়লে গুরুত্বপূর্ণ নম্বরে যোগাযোগ করতে পারেন। সেই নম্বরও এদিন জানিয়ে দিয়েছে পরিবহণ দফতর। দুর্গাপুর হেডকোয়ার্টারের জন্য উজ্জ্বল সামন্ত, যোগাযোগ নম্বর ৭৩৬৩৯২ ০০৭০। বাপ্পাদিত্য মণ্ডল, ৯৪৩৪৬৭ ৩৮৪২। শুভেন্দু দাস, ৭৬৯৯৯৯৫৯১০।

পরীক্ষার্থীরা কোনওরকম সমস্যায় পড়লে গুরুত্বপূর্ণ নম্বরে যোগাযোগ করতে পারেন। সেই নম্বরও এদিন জানিয়ে দিয়েছে পরিবহণ দফতর। দুর্গাপুর হেডকোয়ার্টারের জন্য উজ্জ্বল সামন্ত, যোগাযোগ নম্বর ৭৩৬৩৯২ ০০৭০। বাপ্পাদিত্য মণ্ডল, ৯৪৩৪৬৭ ৩৮৪২। শুভেন্দু দাস, ৭৬৯৯৯৯৫৯১০।

5 / 6
বেলঘরিয়া ডিভিশনাল অফিসের ক্ষেত্রে সুব্রত মজুমদার, ৯৮৭৫৩৭ ৪২২৭। গোবিন্দ দাস, ৯৮৩৬ ৯৫ ৯১০। আকাশ দত্ত, ৮৭৭৭০৪৭১৪৭।

বেলঘরিয়া ডিভিশনাল অফিসের ক্ষেত্রে সুব্রত মজুমদার, ৯৮৭৫৩৭ ৪২২৭। গোবিন্দ দাস, ৯৮৩৬ ৯৫ ৯১০। আকাশ দত্ত, ৮৭৭৭০৪৭১৪৭।

6 / 6
Follow Us: