কলকাতা: অশান্তি যেন থামছেই না বাংলায়। ভোট (Panchayat Election 2023) ঘোষণার পর থেকে ছবিটা যেন কিছুতেই বদলাচ্ছে না। এদিকে অসমর্থিত সূত্রে খবর, প্রাক-ভোটের আবহে এখনও পর্যন্ত বাংলায় মোট মৃত্যুর সংখ্যা ১১। শনিবার রাতেও ফের একটি খুন (Murder) হয়ে গিয়েছে বাসন্তীতে (Basanti)। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল (Trinamool Congress) কর্মী। যা নিয়ে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। এরইমধ্যে আবার এদিন সকালে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বিরোধীদের কড়া হুমকি বীরভূমের কাজল শেখের। ভোটের সময় রাস্তায় হাজার হাজার কাজল শেখ থাকবে বলে মন্তব্য নানুরের তৃণমূল নেতার।
নির্দলে প্রার্থী হওয়ায় তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। সেই প্রার্থীরা এবার নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে।
সবিস্তারে পড়ুন: তরুণ মাইতির বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ, পাল্টা আইনি নোটিস তৃণমূল জেলা সভাপতির
সোমবার হাইকোর্টে বাহিনী সংক্রান্ত কী কী বিষয় আছে তার রিপোর্ট জানাবে রাজ্য নির্বাচন কমিশন। এদিন দফা নিয়ে কোনও প্রশ্ন আদালত উঠলে তার জন্যও তৈরি থাকছে কমিশন।
সবিস্তারে পড়ুন: সোমে হাইকোর্টে বাহিনী সংক্রান্ত রিপোর্ট দিতে চলেছে কমিশন
ভোটের মুখে দলবদল। আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিলেন ৬ প্রার্থী। মেদিনীপুরের এই ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছে।
সবিস্তারে পড়ুন: ISF থেকে তৃণমূলে ৬ প্রার্থী, ভোটের আগে ভোলবদলে হইচই
পুলিশের সঙ্গে শাসক দলের যোগসাজশের অভিযোগ বিজেপির। ঠিক কী ঘটেছে তমলুকে?
বিস্তারিত পড়ুন: বিজেপির সভা বানচালের চেষ্টা? একই দিনে একই জায়গায় কর্মসূচির অনুমতি আদায় করল তৃণমূল
পুলিশকর্মীদের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। উর্দিধারীদের উদ্দেশে চ্যালেঞ্জ বিজেপির রাজ্য সভাপতির।
বিস্তারিত পড়ুন: ‘বিজেপি কর্মীদের গুলি করার হুমকি দিচ্ছে পুলিশ’, বিস্ফোরক অভিযোগ সুকান্তর
মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণের অভিযোগ। আটক এক আত্মীয়।
বিস্তারিত পড়ুন: কংগ্রেস প্রার্থীর বাড়ির পাশেই বিস্ফোরণ! পলাতক ভাই, আটক আত্মীয়
কালচিনির সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর শুভেন্দুর গলায়। কী বললেন তিনি?
বিস্তারিত পড়ুন: পরের বার বিধানসভায় ম্যাজিক ফিগার পার করবে বিজেপি, কালচিনির সভায় বললেন শুভেন্দু
কমিশনের অফিসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল রবিবার বিকেলে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবরা।
বিস্তারিত পড়ুন: বাহিনী নিয়ে ভবিষ্যৎ কী? কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবরা
তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। শুভেন্দুর টুইটের পর এবার নয়া টুইট কুণালের।
বিস্তারিত পড়ুন: নেতার ছত্রধরের ভূমিকায় কে? বৃষ্টি ভেজা দিনেও গরম বাড়ছে বঙ্গ রাজনীতির
পঞ্চায়েতের আগে শেষ মুহূর্তের প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।
বিস্তারিত পড়ুন: পায়ে চোট, এবার ঘরে বসেই ভার্চুয়াল প্রচারে নামছেন মমতা
ভগবানগোলা ব্লক ২ কংগ্রেস কমিটির নেতৃত্বে রানিতলা থানার সামনে অবস্থান বিক্ষোভ । শনিবার সকালে থানা এলাকার পাহাড় গোবিন্দপুরে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষ হয়। ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কংগ্রেসের অভিযোগ, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করছে না। তারই প্রতিবাদে রানিতলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে কংগ্রেস কর্মীরা।
মনোনয়নপত্র জমার প্রথম দিন থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। এবার সেই রানিনগরে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি। আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রানিনগর থানার পুলিশ। ধৃতের নাম রাহুল শেখ(৩৫)। বাড়ি মুর্শিদাবাদের সাগর পাড়া থানার নলকূপ মেহতাব কলোনি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রানিনগর থানার অন্তর্গত নবীর মোড় এলাকায় রাহুল শেখকে আটকে তল্লাশি চালায় পুলিশ। এবং তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও ও দুটি গুলি উদ্ধার হয়। ধৃতকে এদিন লালবাগ মহকুমা আদালতে তোলা হবে।
আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কৃষ্ণপুর। ঘটনায় আহত উভয় পক্ষের ১০। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। তৃণমূলের অভিযোগ, রবিবার সকালে তৃণমূল এক প্রার্থী কৃষ্ণপুর এলাকায় প্রচার করতে যায়। সেই সময় তাদের উপরে অতর্কিত হামলা চালায় আইএসএফ কর্মীরা। এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।
একই ব্যক্তির দুই রাজ্যের ভোটার তালিকায় নাম। এরকম একজনকে প্রার্থী করেছে তৃণমূল। প্রতিবাদে সোচ্চার অগ্নিমিত্রা পাল।
বিস্তারিত পড়ুন: WB Panchayat Polls 2023: ভীন রাজ্যের ভোটার তৃণমূলের প্রার্থী! আদালতে যাওয়ার হুঁশিয়ারি অগ্নিমিত্রার
মনোনয়নপত্র জমার প্রথমদিন থেকে উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। এবার উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি। যার জেরে গ্রেফতার এক ব্যক্তি। অভিযুক্তের নাম রাহুল শেখ(৩৫)। তাঁপ বাড়ি মুর্শিদাবাদ সাগর পাড়া থানা নলকূপ মেহতাব কলোনি এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে রানিনগর থানার অন্তর্গত নবীর মোড় এলাকায় রাহুল শেখ তল্লাশি চালায় পুলিশ। তার কাছ থেকে একটি কান্ট্রি মেট বন্দুক ও ও দুটি গুলি উদ্ধার হয়। ধৃতকে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হবে।
বিজেপি নেতার বাড়িতে মূত্র ত্যাগ করার নিদান জলপাইগুড়ির এই তৃণমূল নেতার
বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Polls: জিতলে বিজেপি নেতার বাড়ির উঠোনে মূত্র বিসর্জন করবেন তৃণমূলের এই নেতা!
শুরু নাকা চেকিং। শুক্রবার রাতে চুঁচুড়ায় এসে পৌঁছায় এক কোম্পানী সিআরপিএফ। এলাকায় ঢুকেই ব্যান্ডেল মোড়, জিটি রোডে নাকা চেকিং শুরু করে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
কোচবিহারের কোতোয়ালি থানা এলাকায় এল আরও ২ কোম্পানি আধা সামরিক বাহিনী। শনিবার সকাল থেকেই কোচবিহার ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
নির্বাচন বিধি ভঙ্গ করে বাইক মিছিল করার অভিযোগ। ৮ কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। ধৃতদের এদিন লালবাগ মহুকুমা আদালতে তোলা হবে বলে খবর।
ফের উত্তেজনা ভাঙড়ে। আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পঞ্চায়েত ভোটের আবহে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘুরছেন একাধিক জেলায়। এই মুহূর্তে তিনি রয়েছেন কোচবিহারে। গীতলদহের ঘটনায় আহত তৃণমূল কর্মীদের দেখতে হাসপাতালে গেলেন তিনি।
জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীকে লক্ষ করে বোমা ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। পর পর দুটি বোমা ছোঁড়া হয় বলে খবর। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বোমা না ফাটায় প্রাণে রক্ষা পেয়েছেন বিজেপি প্রার্থী।