WB Panchayat Polls 2023: ভিন রাজ্যের ভোটার তৃণমূলের প্রার্থী! আদালতে যাওয়ার হুঁশিয়ারি অগ্নিমিত্রার

WB Panchayat Polls 2023: আসানসোল দক্ষিণ বিধানসভার জেমেরি গ্রাম পঞ্চায়েত এলাকা। এই গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস পঙ্কজ কুমার যাদবকে দাঁড় করিয়েছে। সূত্রের খবর, পঙ্কজ কুমার জে কে নগর এলাকায় বসবাস করেন। ফলে এই রাজ্যের ভোটার তিনি। দাঁড়িয়েছেনও এই এলাকা থেকেই।

WB Panchayat Polls 2023: ভিন রাজ্যের ভোটার তৃণমূলের প্রার্থী! আদালতে যাওয়ার হুঁশিয়ারি অগ্নিমিত্রার
পঙ্কজ কুমার যাদবImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 5:09 PM

আসানসোল: পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীকে নিয়ে সোচ্চার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর অভিযোগ, পঙ্কজ কুমার যাদব নামে তৃণমূলের ওই প্রার্থীর নাম রয়েছে দুই রাজ্যের ভোটারের তালিকায়। ফলে তাঁর প্রার্থীপদ বাতিলের জন্য আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন অগ্নিমিত্রা। যদিও, বিষয়টি অস্বীকার করেছে ওই প্রার্থী।

আসানসোল দক্ষিণ বিধানসভার জেমেরি গ্রাম পঞ্চায়েত এলাকা। এই গ্রাম পঞ্চায়েতের ২৪১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস পঙ্কজ কুমার যাদবকে দাঁড় করিয়েছে। সূত্রের খবর, পঙ্কজ কুমার জে কে নগর এলাকায় বসবাস করেন। ফলে এই রাজ্যের ভোটার তিনি। দাঁড়িয়েছেনও এই এলাকা থেকেই।

কিন্তু অগ্নিমিত্রার দাবি, বিহারের লক্ষ্মীসরাই জেলার ১৬৭ সুরোজগরা কেন্দ্রের পার্ট নম্বর ৩০৯ এবং সিরিয়াল নম্বর ২৭৭ এ নাম রয়েছে। যার কারণে বিজেপি নেত্রীর প্রশ্ন, একই ব্যক্তির ভোটার কার্ড দু’জায়গায় কীভাবে থাকতে পারে? দ্রুত পঙ্কজ কুমার যাদবের প্রার্থী পদ বাতিল করতে হবে নয়ত তিনি আদালতের দ্বারস্থ হবেন।

যদিও, অভিযোগ অস্বীকার করে পঙ্কজ কুমার যাদবের বক্তব্য,”আমি বিহারে খুব কম যাই। দল যখন জানিয়েছে আমি প্রার্থী হয়েছি তখনই বিহারে গিয়েছে সেখানকার ভোটার লিস্ট থেকে নাম বাতিলের আর্জি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। এখনও সেই নাম বাতিল যে হয়নি তা আমি জানতাম না।” আবার আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি সঞ্জিত মুখোপাধ্যায় জানান, “এলাকায় পঙ্কজ কুমারের জনপ্রিয়তা রয়েছে। বিরোধীরা ভোটের ময়দানে পঙ্কজের কাছে পরাজিত হতে বাধ্য। সেই জন্যই বিরোধীরা উঠে পড়ে লেগেছে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে।”