Panchayat Elections 2023: ISF থেকে তৃণমূলে ৬ প্রার্থী, ভোটের আগে ভোলবদলে হইচই

Panchayat Elections 2023: চন্দ্রকোনার কৃষ্ণপুরে সকাল থেকেই তৃণমূল-আইএসএফের মধ্য়ে গোলমাল চলছিল বলে অভিযোগ। অন্তত ১০ জন আহত হন সেই ঘটনায়। ভোটের মুখে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিশাল পুলিশবাহিনী পৌঁছয় পরিস্থিতি সামাল দিতে। সেই এলাকাতেই রবিবার বদলে যায় ছবি।

Panchayat Elections 2023: ISF থেকে তৃণমূলে ৬ প্রার্থী, ভোটের আগে ভোলবদলে হইচই
যোগদান পর্ব। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 11:40 PM

মেদিনীপুর: মাঝে আর পাঁচদিন। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। মনোনয়নপর্বও মিটেছে। এরইমধ্যেই শিবির বদল ছয় প্রার্থীর। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF) থেকে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়ার হাত ধরে এই দলবদল হয় বলে দাবি শাসকশিবিরের। চন্দ্রকোনা-২ ব্লকের কৃষ্ণপুর। রবিবার সেখানেই এই ভোলবদলের ছবি দেখা যায়। ছয় প্রার্থীর সঙ্গে তাঁদের প্রায় শতাধিক অনুগামীও দলবদল করেন। কৃষ্ণপুর অঞ্চল কার্যালয়ে নতুনদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। এই যোগদান নিয়ে দিনভর নাটকীয় পরিস্থিতি তৈরি হয় বলে স্থানীয় সূত্রে খবর। যদিও এ নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, এখনও এ সংক্রান্ত কোনও খবর তাঁর কাছে নেই।

চন্দ্রকোনার কৃষ্ণপুরে সকাল থেকেই তৃণমূল-আইএসএফের মধ্য়ে গোলমাল চলছিল বলে অভিযোগ। অন্তত ১০ জন আহত হন সেই ঘটনায়। ভোটের মুখে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিশাল পুলিশবাহিনী পৌঁছয় পরিস্থিতি সামাল দিতে। সেই এলাকাতেই রবিবার বদলে যায় ছবি। কৃষ্ণপুরে ভগবন্তপুর-১ অঞ্চল তৃণমূল অফিসে হাজির হন এলাকার বিধায়ক ও ব্লক সভাপতি। এরপর সেখানে সিপিএম ও আইএসএফের ৬ প্রার্থী গিয়েও একে একে হাজির হন। তারপরই তাঁদের হাতে তুলে দেওয়া হয় তৃণমূলের পতাকা।

অরূপ ধাড়া বলেন, “আমাদের কৃষ্ণপুর শান্তিপ্রিয় এলাকা। এখানে কোনও অশান্তি আমরা চাই না। সকালে ছোট একটা ঘটনা ঘটলেও সার্বিক উন্নয়নের স্বার্থে এবং এলাকার শান্তির স্বার্থে এলাকায় যারা ভুল বুঝে আইএসএফ করতে গিয়েছিল, স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিল। আমি অঞ্চল অফিসে আসার পর একে একে আসেন। সকলে বলেন তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন। পঞ্চায়েত সমিতির ১ জন, গ্রামপঞ্চায়েতের ৫ জন প্রার্থী যোগ দিলেন।”