Primary Recruitment Scam: প্রাথমিক টেটে এবার অ্যাপ্টিটিউড টেস্টেও দুর্নীতির অভিযোগ
TET: সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এসেছিলেন ৩০ জন ইন্টারভিউয়ার। বন্ধ ঘরে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি।
সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এসেছিলেন ৩০ জন ইন্টারভিউয়ার। বন্ধ ঘরে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি। অ্যাপ্টিটিউট টেস্ট নেওয়া হয়নি বলে একটি মামলা হয়। তার ভিত্তিতেই এই জিজ্ঞাসাবাদ বলে জানা যায়। ইন্টারভিউয়ারদের মধ্যে বেশির ভাগই মেনে নিয়েছেন এই অভিযোগ।
প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউট টেস্ট যাঁরা নিয়েছিলেন, তাঁদেরই সম্প্রতি তলব করা হয়েছিল। একদিনে জিজ্ঞাসাবাদ করা হয় ৩০ জনকে। এই ৩০ জনকে প্রথমে বসানো হয়েছিল হাইকোর্টের সার্ধ-শতবার্ষিকী ভবনের ন’তলার অডিটোরিয়ামে। জিজ্ঞাসাবাদ করা হয় রেজিস্ট্রার লাউঞ্জে। জিজ্ঞাসাবাদ শুরুর ১০ মিনিট আগে ন’তলার অডিটোরিয়ামে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “ভয়ের কোনও কারণ নেই, ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউট টেস্ট নিয়ে কিছু প্রশ্ন করা হবে, যে যা জানেন সত্য বলবেন, তারপর বেরিয়ে যাবেন।”