কলকাতা: আবহাওয়ার খাম-খেয়ালিপনায় জেরবার বঙ্গবাসী। উত্তরবঙ্গে যখন ক্রমাগত বৃষ্টি হচ্ছে, কলকাতাতে (Weather) তখন কার্যত কালঘাম ছুটে যাচ্ছে। গলদঘর্ম পরিস্থিতি হচ্ছে এখানকার বাসিন্দাদের। তার মধ্যে আবার মুর্শিদাবাদ, নদিয়ার মতো কয়েকটি জেলাতে বাজ পড়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। মুর্শিদাবাদেই ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গাছ-বিদ্যুতের খুঁটি পড়ে একাকার অবস্থা। কিন্তু কলকাতায় বৃষ্টি হবে কবে? এই প্রশ্নই এখন হাওয়া অফিসের কাছে।
গত সপ্তাহ থেকে আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল, কালবৈশাখী হবে। কিন্তু এখনও পর্যন্ত তার ছিঁটেফোঁটার সুখ মেলেনি এখানকার বাসিন্দাদের। কার্যত চাতক পাখির মতো অবস্থা তাঁদের। এক ফোঁটা বৃষ্টির আশায় রয়েছেন কলকাতাবাসী। একটাই বার্তা, ‘চেরাপুঞ্জি থেকে মেঘ ধার দিতে পারো মরু-সাহারার বুকে?’ তবে, মরুভূমি খুঁজতে যেতে হবে না, কারণ সেই অনুভূতি এখন হচ্ছে শহরে। প্রায় দু’মাস বৃষ্টির কোনও দেখা মেলেনি।
আজকের পরিস্থিতি কেমন থাকবে?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে কলকাতায় সারাদিন মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রির আশপাশে। শনিবার অর্থাৎ আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে। তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।
বস্তুত, গত তিনদিন বৃষ্টির পূর্বাভাস ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তিনদিনের মধ্যে অন্তত একদিন কলকাতা ভেজার কথা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হলেও, কলকাতায় ভাগে ফাঁকিই রয়ে গেল। শুধু কলকাতা নয়, সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা কোথাওই বৃষ্টির দেখা মেলেনি। শনিবারও কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কারণ, পশ্চিমাঞ্চলে জমা মেঘ ভেজায় কলকাতাকে। কিন্তু এদিন সেই মেঘ দেখা যায়নি। আগামী কয়েকদিনও সে সম্ভাবনা নেই।