AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: মুরলীধর সেন লেনে বিজেপির অফিস থেকে ‘উধাও’ শুভেন্দুর ছবি, শুনেই শমীক বললেন…

BJP: দিন তিনেক আগে বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শমীক। এদিন মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে তিনি যখন বৈঠক করছেন, তখন পিছনে শুধু বিজেপির প্রতীক লাগানো ব্যানার। যা নিয়ে প্রশ্ন করতেই রাজ্য বিজেপির নতুন সভাপতি বললেন, "নেতার থেকে দল বড়। দলের থেকে দেশ বড়। এটাই বিজেপির স্লোগান। আর ব্যাকড্রপটা তারই প্রতিফলন।"

BJP: মুরলীধর সেন লেনে বিজেপির অফিস থেকে 'উধাও' শুভেন্দুর ছবি, শুনেই শমীক বললেন...
ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে
| Edited By: | Updated on: Jul 05, 2025 | 5:16 PM
Share

কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি বদলের সঙ্গে সঙ্গে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে বদল দেখা গিয়েছে। বিজেপির রাজ্য সদর দফতরে ঢোকার মুখে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সরিয়ে সেখানে নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবি লাগানো হয়েছে। তারই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও সরানো হয়েছে। এর কারণ নিয়ে সকাল থেকে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। বিকেলে তা নিয়ে প্রশ্নের জবাব দিলেন শমীক ভট্টাচার্য। আর সেই জবাব দিতে গিয়ে তৃণমূলকে খোঁচাও দিলেন।

এতদিন ৬ মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি দফতরে প্রবেশ পথের একপাশে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি। অন্যপাশে ছিল সুকান্ত ও শুভেন্দুর ছবি। এদিন সকালে নতুন ছবি লাগানো হয়। সেখানে একদিকে রইল মোদী ও নাড্ডার ছবি। অন্যপাশে শুধু শমীকের ছবি টাঙানো হয়েছে। আবার দফতরের ভিতরে যেখানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করেন, সেখানে এতদিন একদিকে মোদী ও নাড্ডার ছবি ও অন্যদিকে শুভেন্দু ও সুকান্তের ছবি ছিল। এদিন সেখানে শুধু বিজেপির প্রতীক লাগানো ব্যানার টাঙানো হয়েছে।

ঢেকে দেওয়া হচ্ছে সুকান্ত-শুভেন্দুর ছবি

দিন তিনেক আগে বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শমীক। এদিন মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে তিনি যখন বৈঠক করছেন, তখন পিছনে শুধু বিজেপির প্রতীক লাগানো ব্যানার। যা নিয়ে প্রশ্ন করতেই রাজ্য বিজেপির নতুন সভাপতি বললেন, “নেতার থেকে দল বড়। দলের থেকে দেশ বড়। এটাই বিজেপির স্লোগান। আর ব্যাকড্রপটা তারই প্রতিফলন।”

শমীক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠকের সময় পিছনে শুধুই বিজেপির প্রতীক লাগানো ব্যানার

কিন্তু, দফতরের প্রবেশ পথ থেকে কেন সরানো হল শুভেন্দুর ছবি? এই নিয়ে প্রশ্নের জবাবে শমীকের জবাব, “বাইরের গেটে বিরোধী দলনেতার ছবি উধাও, এটা আমি বিশ্বাস করি না। বিরোধী দলনেতার ছবি তো শুধু বিজেপির হৃদয়ে প্রতিষ্ঠিত নয়। তৃণমূলের হৃদয়েও প্রতিষ্ঠিত। তৃণমূল সকাল থেকে রাত পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে। রাতে ঘুম ভেঙে গেলেও শুভেন্দু শুভেন্দু বলে জল খেয়ে আবার ঘুমোয়। আবার সকাল থেকে শুভেন্দু ভজনা শুরু হয়। উনি তো সবার হৃদয়ে। মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট তো বিরোধী দলনেতা।” রাজনীতির কারবারিরা বলছেন, দলের রাজ্য দফতর থেকে বিরোধী দলনেতার ছবি সরানো নিয়ে তিনি যে কোনও বিতর্ক চান না, সেটাই কার্যত বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির নতুন কান্ডারি।