Rain Forecast: কবে থেকে কমবে বৃষ্টি? বলে দিল আবহাওয়া দফতর
Rain Forecast: এদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে।

কলকাতা: হাওয়া খারাপ। শুধু খারাপই না, আবহাওয়া অফিসের যা পূর্বাভাস বলছে বড্ড খারাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্ত ছিল তা ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। সঙ্গে আবার পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যদিও আবহাওয়া দফতর বলছে আদামী ২৪ ঘন্টায় ধীরে ধীরে নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে ঝাড়খণ্ডে চলে যাবে।
এদিন দিনভর গোটা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলাই ছিল। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বেশির ভাগ জেলাতে। উপকূলের জেলায় তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি দিঘা-মন্দারমণিতে পর্যটকদের সমুদ্র স্নানের উপরেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের তরফে।
এদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে। তবে এরইমধ্যে বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে উত্তরবঙ্গে। তবে কিছু জেলায় এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। সোমবার থেকে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
