Amader Para Amader Samadhan: কোন কোন কাজ হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’? বিজ্ঞপ্তি দিয়ে দিল রাজ্য সরকার
Amader Para Amader Samadhan: এসওপি-তে স্পষ্ট বলা হয়েছে, বড় ধরনের নির্মাণ কাজ বা জমি কেনা বা ভাড়া নেওয়া এই প্রকল্পে করা যাবে না। প্রকল্প সুস্থভাবে পরিচালনা করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থের সভাপতিত্বে সব দফতরের সচিব, কলকাতার পুরসভার কমিশনারকে নিয়ে তৈরি করা হয়েছে স্টেট লেভেল এপেক্স কমিটি।

কলকাতা: মাস ঘুরলেই শুরু হওয়ার কথা। প্রস্তুতিও চলছে পুরোদমে। এরইমধ্যে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২ অগস্ট থেকে রাজ্যজুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বা প্রকল্প শুরু হতে চলেছে। শনিবার এই প্রকল্পের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করা হয়েছে।
আগামী ২ অগস্ট থেকে শুরু হওয়ার পর চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ১৫ নভেম্বরের মধ্যে ক্যাম্প বা কেন্দ্র থেকে জমা পড়া সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসওপি অনুযায়ী মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত এবং ছোট ছোট ১৫ ধরনের কাজ এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
তালিকায় রয়েছে নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক বসানো, রাস্তায় আলো বসানো, কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত, খেলার মাঠ নির্মাণের মতো কাজ।
এসওপি-তে স্পষ্ট বলা হয়েছে, বড় ধরনের নির্মাণ কাজ বা জমি কেনা বা ভাড়া নেওয়া এই প্রকল্পে করা যাবে না। প্রকল্প সুস্থভাবে পরিচালনা করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থের সভাপতিত্বে সব দফতরের সচিব, কলকাতার পুরসভার কমিশনারকে নিয়ে তৈরি করা হয়েছে স্টেট লেভেল এপেক্স কমিটি। ১৩ জন আইএএস এবং বিসিএস আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। জেলাশাসকের নেতৃত্বে তৈরি করা হয়েছে জেলা স্তরের টাস্ক ফোর্স।
