Rain Forecast: ফুঁসছে বঙ্গোপসাগর, বুধের ফাঁড়া কাটলেও তুঙ্গে বৃহস্পতি! কোথায় কোথায় তুমুল বৃষ্টির পূর্বাভাস দেখে নিন
Rain Forecast: গোটা সপ্তাহেই মোটের উপর থাকবে মেঘলা আকাশ। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে অন্যান্য জেলার তুলনায় উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। তালিকায় কোন কোন জেলা?

কলকাতা: এক নিম্নচাপ সরতে না সরতেই আর এক নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এবার ধীর গতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে। যার জেরে আপাতত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছেই।
গোটা সপ্তাহেই মোটের উপর থাকবে মেঘলা আকাশ। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে অন্যান্য জেলার তুলনায় উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। মঙ্গলবারের পর বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃহস্পতিবার রাত থেকেই বদলাবে হাওয়া। শুক্রবার থেকে শুরু হয়ে যাবে নতুন খেলা। শুক্রবার থেকে ফের থাকছে ভারী বৃষ্টির সতর্কতা।
নিম্নচাপ তো রয়েইছে, সঙ্গে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় পুরোদমে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা থেকে তা একেবারে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত এই পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃর্ত রয়েছে। দক্ষিণ রাজস্থানের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ফলে দুর্যোগের ঘনঘটা থেকে এখনই যে নিস্তার নেই, তা বলার অপেক্ষা রাখে না।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। কলকাতায় গত ২৪ ঘণ্টা বৃষ্টি হয়েছে ১৭.৮ মিলিমিটার। বুধবার ও বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার আবার অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। তবে টানা বৃষ্টি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তাপমান। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৯১ থেকে ৯৭ শতাংশের মধ্যে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।
