Rain Forecast: পাক খেতে শুরু করেছে নিম্নচাপ, নতুন সপ্তাহে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে?
Rain Forecast News Update: দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একদমই হবে না এমনটা নয়। কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

কলকাতা: ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। কিন্তু বৃষ্টি কী হবে বাংলায়? পুজোর মুখে এটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। তবে আবহাওয়া দফতর বলেছে বাংলার ভয়ের খুব একটা কারণ নেই। কারণ সরাসরি কোনও প্রভাব বাংলার জেলাগুলিতে পড়ছে না। বলছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এটি ধীরে ধীরে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্তীসগঢ়ের দিকে যাবে। এর কারণে বাংলায় বৃষ্টি খুব বেশি না হলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে।
অন্যদিকে মৌসুমী অক্ষরেখাও বর্তমানে বাংলা থেকে অনেক থেকে দূরে সরেছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, রোহতক, দামোহ রাজনন্দনগাঁও, জগদলপুর, এরপর নিম্নচাপ এলাকা পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে?
এদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হবে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে । সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং-সহ পাঁচ জেলায়।
কেমন আছে কলকাতা?
অন্যদিকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একদমই হবে না এমনটা নয়। কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৪ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ০.৫ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে?
দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে। ৯ জেলাতেই সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি কমবে বুধবার থেকে।
