AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘কেন এফআইআর করল না রাজ্য? কেউ কি আড়াল করছে’, আদালতে বড় প্রশ্ন কমিশনের

Calcutta High Court: ভোটার তালিকার কাজে এ রাজ্যের দুই ইআরও, দুই এইআরও ও এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কমিশন চিঠির পর চিঠি দিলেও প্রথমে কার্যত কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য।

Calcutta High Court: 'কেন এফআইআর করল না রাজ্য? কেউ কি আড়াল করছে', আদালতে বড় প্রশ্ন কমিশনের
কলকাতা হাইকোর্টImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 10, 2025 | 6:16 PM
Share

কলকাতা: নির্দেশের পরও এফআইআর করেনি রাজ্য। নির্বাচন কমিশনের নির্দেশ থাকার পরও ভোটার তালিকায় কারচুপি নিয়ে সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি। কলকাতা হাইকোর্টে জানাল নির্বাচন কমিশন। আদালত চাইলে রাজ্যের কাছে তথ্য তলব করুক। কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে আবেদন জানাল নির্বাচন কমিশন।

অরুণ গরাইন নামে কাকদ্বীপের এক আধিকারিক ভোটের সংশোধনের কাজে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করতে সিবিআই তদন্তের দাবি করেন মামলাকারী। সেই মামলায় কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় কারচুপি নিয়ে চার আধিকারিককে দ্রুত সাসপেন্ড এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে। কিন্তু রাজ্য দুই অফিসারকে সাসপেন্ড করলেও কোনও আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করেনি।

কমিশনের আর্জি, এই অবস্থান নিয়ে রাজ্যের কাছে হাইকোর্ট তথ্য তলব করুক। সেই তথ্য এলে স্পষ্ট হবে যে কেন কমিশনের নির্দেশ মানা হল না। এফআইআর দায়ের না করার পিছনে আসল কারণ কী এবং ওই আধিকারিকদের কেউ ইচ্ছাকৃত আড়াল করছে কি না, সেই প্রশ্নও তুলেছে কমিশন।

ভোটার তালিকার কাজে এ রাজ্যের দুই ইআরও, দুই এইআরও ও এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কমিশন চিঠির পর চিঠি দিলেও প্রথমে কার্যত কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য। পরে এই বিষয়ে কথা বলতে রাজ্য়ের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতেও ডেকে পাঠিয়েছিল কমিশন।

কমিশন এদিন আদালতে আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গে Special Intensive Revision (SIR) প্রক্রিয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। এই সংশোধনের মাধ্যমে বেআইনি নাম বাদ যাবে এবং যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকবে বলেও উল্লেখ করেছে কমিশন।