Suvendu Adhikari: বাংলায় ৯০ লক্ষ ভোটার বাদ যাবে? জেলা ধরে ধরে তথ্য দিলেন শুভেন্দু
Suvendu Adhikari: শুভেন্দুর দাবি, শেষ জনগণনায় দেখা যাচ্ছে জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ ১০ শতাংশ বাড়ানো। আর ভোটার তালিকায় ১৬ থেকে ২৫। সাংবাদিক বৈঠকে একেবারে পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমো যখন বাঙালি আবেগে শান দিতে পথে নামছেন ঠিক সেই সময় অর্থাৎ দুপুর ২ টায় বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ করল বিধানসভায়। তারপর মিছিল করে চলে গেলেন সিইও দফতরে। রাস্তাতেই গর্জে উঠলেন শুভেন্দু। তাঁর সাফ কথা, কোনওভাবেই রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না।
এদিন মিছিল থেকেই মমতার বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, “মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে। কোনও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি ৩০ লাখ বাদ চলে যায়, এখানে ৯০ লক্ষ আছে।” এরপরই আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। কোনও ভারতীয় হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, জৈন, পারসি, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। সব ধর্মের লোক থাকবে। কিন্তু কোনও রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না।”
শুভেন্দুর দাবি, শেষ জনগণনায় দেখা যাচ্ছে জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ ১০ শতাংশ বাড়ানো। আর ভোটার তালিকায় ১৬ থেকে ২৫। সাংবাদিক বৈঠকে একেবারে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, “জাতীয় গ্রোথ যেখানে ৭ শতাংশ, সেখানে সেখানে ৯টি বাংলাদেশ বর্ডার জেলায় গড় বৃদ্ধি ২০ থেকে ৩০ শতাংশ। ২০১৪ থেকে ২০২৪ মমতার আমলে মেখলিগঞ্জে ২৪.৭৭ শতাংশ বৃদ্ধি। মাথাভাঙায় ২১.৭৯। কোচবিহার উত্তর ১৯.৫৯, কোচবিহার দক্ষিণ ১৯.৭৯, শীতলকুচি ২৪.৬২, দিনহাটা ২৫.৯৩, নাটাবাড়ি, তুফানগঞ্জ. কুমারগ্রামে ২১.১০।”
