Balurghat: ‘বিসর্জনে যাচ্ছি’, মেসেজ পাঠিয়ে নিখোঁজ তৃতীয় বর্ষের কলেজ পড়ুুয়া

Balurghat: আত্রেয়ী নদীর সরোজরঞ্জন সেতু সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়৷  যদিও দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও ওই স্কুলছাত্রীর কোন খোঁজ পাওয়া যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Balurghat: 'বিসর্জনে যাচ্ছি', মেসেজ পাঠিয়ে নিখোঁজ তৃতীয় বর্ষের কলেজ পড়ুুয়া
বালুরঘাটে নিখোঁজ কলেজছাত্রীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2024 | 4:51 PM

বালুরঘাট: বালুরঘাট আসার পর নিখোঁজ তৃতীয় বর্ষের কলেজ পড়ুয়া। নিখোঁজের আগে ‘বিসর্জনে যাচ্ছি’ বলে মেসেজ পরিবারকে। এমন মেসেজ পেয়েই বৃহস্পতিবারই বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার। এদিকে নিখোঁজ মেসেজ করায় শুক্রবার সকাল থেকে নিখোঁজ ওই ছাত্রীর খোঁজে বালুরঘাটের আত্রেয়ী নদীতে তল্লাশি চালাল সিভিল ডিফেন্স ও পুলিশের ডুবরি টিম। আত্রেয়ী নদীর সরোজরঞ্জন সেতু সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়৷  যদিও দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও ওই স্কুলছাত্রীর কোন খোঁজ পাওয়া যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, ওই স্কুল ছাত্রীর বয়স ২০ বছর। তিনি বালুরঘাট কলেজে তৃতীয় বর্ষে পাঠ্যরত ছিল৷ বাড়ি তপন থানার করদহতে। তবে সে মামা বাড়ি লস্করহাটে থাকত।গতকাল ওই ছাত্রী বালুরঘাটে আসে। সন্ধ্যায় তাঁর বাড়িতে মোবাইল মেসেজ পাঠায়, “জীবন বিসর্জন দিয়ে দেব, বালুরঘাটের হনুমান মন্দির থেকে ব্যাগ ও মোবাইল নিয়ে নিও।” তারপর থেকেই ওই ছাত্রী নিখোঁজ হয়ে যায়।

পরিবারের লোকেরা বালুঘাট থানার দারস্থ হলে, পুলিশ ওই ছাত্রীর খোঁজে এদিন আত্রেয়ী নদীতে তল্লাশি চালায়। যদিও ওই ছাত্রী নদীতে ঝাঁপ দিয়েছে কিনা বা অন্য কোথাও গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তদন্তে বালুরঘাট থানার পুলিশ। ঘণ্টা দুই তিনেক পরেও নদীতে মেলেনি যুবতীর খোঁজ।