AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhanteras 2025: ১৮ না ১৯ অক্টোবর, এ বছর ধনতেরাস কবে? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথি

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে বরাবর ধনতেরাস পালিত হয়। যা স্বাস্থ্য, সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক বলে বিবেচিত হয়। এ বছর ধনতেরাস কবে পড়েছে, তা নিয়ে অনেকেই খোঁজখবর শুরু করেছেন। ১৮ না ১৯ অক্টোবর, কবে ধনতেরাস? জেনে নিন বিস্তারিত।

Dhanteras 2025: ১৮ না ১৯ অক্টোবর, এ বছর ধনতেরাস কবে? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথি
১৮ না ১৯ অক্টোবর, এবছর ধনতেরাস কবে? পঞ্জিকা অনুযায়ী রইল দিনক্ষণ ও তিথিImage Credit: Getty Images
| Updated on: Oct 04, 2025 | 7:56 PM
Share

অক্টোবরের ৬ তারিখ কোজাগরী লক্ষ্মীপুজো। এই মাসেই রয়েছে ধনতেরাস (Dhanteras) ও কালীপুজো। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে বরাবর ধনতেরাস পালিত হয়। যা স্বাস্থ্য, সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক বলে বিবেচিত হয়। এ বছর ধনতেরাস কবে পড়েছে, তা নিয়ে অনেকেই খোঁজখবর শুরু করেছেন। ১৮ না ১৯ অক্টোবর, কবে ধনতেরাস? জেনে নিন বিস্তারিত।

ধনতেরাস কখন?

পঞ্জিকা অনুযায়ী, এ বছর ১৮ অক্টোবর, শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী, ধন সম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরির পুজো করা হয়। এই তিথিকে ধনত্রয়োদশী ও ধন্বন্তরি জয়ন্তীও বলা হয়। দৃক পঞ্জিকা অনুযায়ী, এ বছর কার্তির কৃষ্ণ ত্রয়োদশী তিথি ১৮ অক্টোবর শনিবার দুপুর ১২.১৮ মিনিটে শুরু হবে। এবং ১৯ অক্টোবর রবিবার দুপুর ১.৫১ মিনিট পর্যন্ত চলবে।

বিশেষ যোগ ও নক্ষত্রের সমাহার ধনতেরাসে

চলতি বছরে ধনতেরাসে ব্রহ্ম যোগ ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রের সংমিশ্রণ ঘটবে। ওই দিনে ব্রহ্ম যোগ ১৮ অক্টোবর সকালে শুরু হবে। রাত ১.৪৮ মিনিট অবধি থাকবে। এরপর পূর্বফাল্গুনী নক্ষত্র সকাল থেকে বিকেল ৩.৪১ মিনিট অবধি থাকবে। এরপর উত্তর ফাল্গুনী নক্ষত্র যোগ থাকবে।

ধনতেরাসের পুজোর শুভ সময়

ধনতেরাসের সন্ধেতে পুজো করা অত্যন্ত ফল প্রদানকারী বলে মনে করা হয়। এ বছর ১৮ অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধ্যা ৭.১৬ থেকে রাত ৮.২০ পর্যন্ত। এই সময় দেবী লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা উচিত। এই দিনে সোনা, রুপো, গয়না, যানবাহন, সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

  • ব্রহ্ম মুহূর্ত – ভোর ৪.৪৩-৫.৩৩ পর্যন্ত।
  • অভিজিৎ মুহূর্ত – সকাল ১১.৪৩ থেকে দুপুর ১২.২৯ পর্যন্ত।
  • প্রদোষ কাল – রাত ৫.৪৮ থেকে রাত ৮.২০।
  • বৃষভ কাল – সন্ধ্যে ৭.১৬ থেকে রাত ৯.১১ পর্যন্ত।

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।