Tulsi Plant: তুলসী গাছের সামনে ভুল করেও রাখবেন না এই গাছগুলি, নইলে জীবন দুর্বিষহ হতে পারে!
Vastu Tips: বাড়ির যে স্থানে তুলসী গাছ রাখছেন, সেখানে আর কি অন্য গাছ আছে? যদি আছে, তা হলে কী গাছ রেখেছেন? জেনে নিন বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে এমন কয়েকটি গাছের কথা, যেগুলো তুলসী গাছের পাশে রাখলে জীবনে বিপদ ঘনিয়ে আসে।

হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। একাধিক পুজোয় তুলসী পাতার ব্যবহার দেখা যায়। এই গাছ এতই গুণসমৃদ্ধ যে, এর পাতা, মঞ্জরি, শিকড় সবই নানা কাজে লাগে। তুলসী গাছের সঙ্গে একদিকে যেমন ধর্মীয় যোগ রয়েছে, তেমনই তুলসীকে আয়ুর্বেদ শাস্ত্রে মহৌষধ বলে উল্লেখ করা হয়েছে। কমবেশি সকল হিন্দুদের বাড়িতে রয়েছে তুলসী গাছ। বাড়ির মহিলারা নিয়ম মেনে তুলসী গাছে জল দেন। তুলসীকে দেবী হিসেবে পুজো করেন অনেকে। ধর্মীয় বিশ্বাস তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। ফলে তুলসী গাছকে অবহেলার অর্থ মা লক্ষ্মীকেও অবহেলা, এমনটাই কথিত রয়েছে। বাড়ির যে স্থানে তুলসী গাছ রাখছেন, সেখানে আর কি অন্য গাছ আছে? যদি আছে, তা হলে কী গাছ রেখেছেন? জেনে নিন বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে এমন কয়েকটি গাছের কথা, যেগুলো তুলসী গাছের পাশে রাখলে জীবনে বিপদ ঘনিয়ে আসে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের সামনে বা চারপাশে কিছু গাছ রাখা অনুচিত। কারণ এতে তুলসীর পবিত্রতা ও ইতিবাচক শক্তি নষ্ট হতে পারে। সেই গাছগুলি হল —
১) কাঁটাজাতীয় গাছ – তুলসী গাছের পাশে বা কাছে কাঁটাজাতীয় গাছ রাখা উচিত নয়। যেমন – ক্যাকটাস, গোলাপ ফুলের গাছ তুলসী গাছের কাছে রাখলে অশুভ প্রভাব পড়ে।
২) যে গাছ ছায়া ফেলবে – তুলসী গাছের কাছাকাছি কোনও বড়, মোটা ও পুরু কাণ্ডযুক্ত গাছ রাখা উচিত নয়। কারণ, তা হলে তুলসী গাছে ছায়া পড়বে। আর তুলসী গাছে অন্য কোনও গাছের ছায়া পড়লে গাছ বেশি বড় হয় না। যার ফলে নেতিবাচকতা বাড়ে।
৩) শামি গাছ – তুলসী গাছের পাশে শামি গাছ রাখা উচিত নয় বলে অনেকেই বলে থাকেন। প্রচলিত বিশ্বাস এর ফলে তুলসীর শক্তি কমে যায়।
বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
