Durga Puja 2025: পুজোয় স্লিভলেস পোশাক পরবেন? বগলের দাগছোপ দূর করুন এই উপায়ে
How to clean Armpit Stains: বগলের কালচে দাগ অনেক সময় আত্মবিশ্বাস টলিয়ে দেয়। তবে এই সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তারও কিছু নেই। কিছু ঘরোয়া টোটকা নিয়মিত মানলেই বগলের দাগছোপ সহজেই হালকা হয়ে আসবে।

দুর্গাপুজোয় (Durga Puja) নতুন পোশাক মানেই স্টাইল স্টেটমেন্ট। তবে বগলের কালচে দাগ অনেক সময় আত্মবিশ্বাস টলিয়ে দেয়। তবে এই সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তারও কিছু নেই। কিছু ঘরোয়া টোটকা নিয়মিত মানলেই বগলের দাগছোপ সহজেই হালকা হয়ে আসবে। আর যে কেউ নির্ভয়ে পরতে পারবেন স্লিভলেস পোশাক।
পুজোয় স্লিভলেসে কনফিডেন্ট হোন। বগলের কালো দাগ দূর করতে মেনে চলুন নিম্নলিখিত উপায়গুলি —
১. লেবুর রসের স্ক্রাব
লেবুতে থাকা ভিটামিন সি বগলের কালো দাগ হালকা করে ও প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবে কাজ করে।
২. বেকিং সোডা
বেকিং সোডা হালকা স্ক্রাব হিসেবে মরা কোষ দূর করে। যার ফলে বগল উজ্জ্বল হয়।
৩. নারকেল তেল মালিশ
ভিটামিন ই সমৃদ্ধ নারকেল তেল ত্বক আর্দ্র রাখে ও কালচে দাগ কমায়।
৪. অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
৫. আলুর রস
আলুর রস প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে। এটি বগলের দাগ হালকা করে।
৬. শসার রিফ্রেশমেন্ট
শসার রস বগলে লাগালে, তা ত্বক ঠান্ডা রাখে এবং কালো ভাব দূর করে।
৭. হলুদ-মধুর প্যাক
হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল আর মধু ত্বক আর্দ্র রাখে, এই দুই মিশ্রণের ফলে বগলের দাগ দ্রুত হালকা হয়।
৮. দুধের ল্যাকটিক অ্যাসিড
কাঁচা দুধে তুলো ভিজিয়ে মাখতে হবে মুখে। ত্বক উজ্জ্বল হবে ও কালো দাগ হালকা হয়।
৯. ওটস-দইয়ের স্ক্রাব
ওটস ও দই মিশিয়ে বগলে হালকা হাতে ম্যাসাজ করলে মরা কোষ দূর হয় ও কালো দাগ কমে।
১০. কেমিক্যাল ডিও এড়িয়ে চলুন
বাজারের কেমিক্যালযুক্ত ডিওডোরেন্ট ব্যবহার না করে প্রাকৃতিক বিকল্প ব্যবহার করুন, যাতে নতুন দাগ না হয়।
উপরিল্লিখিত এই টোটকাগুলোর যে কোনওটা নিয়মিত মানলে অল্প কয়েকদিনেই বগলের দাগ অনেকটা হালকা হয়ে আসবে। ফলে যিনি এই ট্রিকস অ্যাপ্লাই করবেন, তিনি পুজোয় স্লিভলেস পোশাকে ঝলমল করবেন আত্মবিশ্বাসের সঙ্গে।
