AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Brush: চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার করা নিয়ে ঝামেলা? রইল ২টি সহজ উপায়

নিয়মিত যদি চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার না করা হয়, তাহলে সেখান থেকে মাথায় সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি আপনার মাথা ও চুলে খুসকির সমস্যা থাকে, তাহলে চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার না করলে এই সমস্যার কোনওদিনই সমাধান হবে না। তাই চিরুনি বা হেয়ার ব্রাশকে সব সময় পরিষ্কার রাখুন।

Hair Brush: চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার করা নিয়ে ঝামেলা? রইল ২টি সহজ উপায়
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 4:10 PM
Share

বিউটি প্রোডাক্ট হোক বা সরঞ্জাম, প্রতিদিনের জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চিরুনি বা হেয়ার ব্রাশ। আর এটাও খুব স্বাভাবিক যে, চিরুনিতে ময়লাও বেশি জমে। নিয়মিত যদি চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার না করা হয়, তাহলে সেখান থেকে মাথায় সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি আপনার মাথা ও চুলে খুসকির সমস্যা থাকে, তাহলে চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার না করলে এই সমস্যার কোনওদিনই সমাধান হবে না। তাই চিরুনি বা হেয়ার ব্রাশকে সব সময় পরিষ্কার রাখুন।

কিন্তু এখন প্রশ্ন‌ উঠছে কীভাবে পরিষ্কার করবেন! কারণ চিরুনি বা হেয়ার ব্রাশ সহজে পরিষ্কার করা যায় না উপরন্ত সময়ও লাগে বেশি। আমরা আপনার জন্য নিয়ে এসেছি ঘরোয়া টোটকা। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে চটজলদি পরিষ্কার করবেন চিরুনি বা হেয়ার ব্রাশ।

১) ভিনিগার

ভিনিগারে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এজেন্ট রয়েছে যা চুলের চিরুনি বা হেয়ার ব্রাশ পরিষ্কার করার ক্ষেত্রে সহজ ও সস্তা সমাধান। উপরন্ত এই সমাধানটি ব্যাকটেরিয়াকে হত্যা করতে এবং চিরুনিতে লেগে থাকা চুলের জেল এবং অন্যান্য স্টাইলিং পণ্য থেকে জমা আঠালো অবশিষ্টাংশ অপসারণ করতে সাহায্য করে। তাই কীভাবে এই প্রতিকারটি ব্যবহার করবেন দেখে নিন।

এর জন্য প্রয়োজন শুধু ২ কাপ সাদা ভিনিগার এবং ২ কাপ জল। একটি সসপ্যানে ২ কাপ করে ভিনিগার এবং জল যোগ করুন। এবারে সেটাকে ১৩০ ডিগ্রি ফারেনহাইটে ফুটিয়ে নিন। মিশ্রণ ফুটিয়ে নিলে এটি চিরুনিতে থাকা উকুন, ব্যাকটেরিয়া এবং জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। এবার চিরুনিটি ভিনিগারের মিশ্রণে ডুবিয়ে রাখুন। জমা ময়লা বের হওয়া অবধি এটি ভিনিগারে ডুবিয়ে রাখুন। এরপর চিরুনিটি বার করে একটি টিস্যু পেপার ব্যবহার করে বা হাত দিয়ে ময়লাটা বের করে নিন। তারপর সাধারণ জলে কিছুক্ষণ চিরুনিটা ডুবিয়ে রাখুন। এতে ভিনিগারের গন্ধ কেটে যাবে।

২) বেকিং সোডা

একই ভাবে বেকিং সোডা ব্যবহার করেও আপনি চিরুনি পরিষ্কার করতে পারবেন। এর জন্য প্রয়োজন বেকিং সোডা, শাম্পু আর একটি পুরনো দাঁত মাজার ব্রাশ। একটি বাটিতে গরম জল নিন। তাতে এক চামচ করে শাম্পু ও বেকিং সোডা যোগ করুন। এবার তাতে চিরুনিটা ডুবিয়ে দিন। এবার দাঁত মাজার ব্রাশ ব্যবহার করে চিরুনি থেকে ময়লা অপসারণ করে নিন। তারপর চিরুনিটা ওই শাম্পু ও বেকিং সোডার মিশ্রণ থেকে তুলে নিয়ে কিছুক্ষণ সাধারণ গরম জলে ডুবিয়ে রাখুন। তারপর সাধারণ জলে ধুয়ে পুনরায় ব্যবহার করুন ওই চিরুনি।

আরও পড়ুন: ঋতু পরিবর্তনের সঙ্গেই ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? ব্যবহার করুন ঘরোয়া প্রতিকার