Shaving Tips: দাড়ি কামিইয়ে নেওয়ার পর এই টিপসগুলো মেনে চললে আর জ্বালাভাব থাকবে না…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Dec 29, 2021 | 7:46 AM

রোজ রোজ গালে রেজার ব্যবহার করার ফলে ত্বক রুক্ষ, খড়খড়ে হয়ে যেতে পারে। তাছাড়া শেভ করার পরে ত্বকে জ্বালা-চুলকানিও হতে পারে। ত্বকে র‍্যাশ বেরতে পারে। এর ফলে বেশ অস্বস্তি বোধ হয়।

Shaving Tips: দাড়ি কামিইয়ে নেওয়ার পর এই টিপসগুলো মেনে চললে আর জ্বালাভাব থাকবে না...

Follow Us

অনেক পুরুষই আছেন যাঁরা নিয়মিত শেভ করা পছন্দ করেন। বিশেষত যারা কর্পোরেট সংস্থায় কাজ করেন তাদের অফিসে যাওয়ার আগে প্রায় প্রতিদিনই শেভ করতেই হয়। রোজ রোজ গালে রেজার ব্যবহার করার ফলে ত্বক রুক্ষ, খড়খড়ে হয়ে যেতে পারে। তাছাড়া শেভ করার পরে ত্বকে জ্বালা-চুলকানিও হতে পারে। ত্বকে র‍্যাশ বেরতে পারে। এর ফলে বেশ অস্বস্তি বোধ হয়।

এই সব সমস্যা থেকে বাঁচতে চাইলে, শেভ করার সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। অনেক সময় খারাপ কোয়ালিটির রেজার ব্যবহার করার কারণেও এই সমস্যাগুলি হয়। তাই সর্বদা ভাল কোয়ালিটির রেজার ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়াও, শেভ করার সময় বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা এই টিপসগুলি মেনে চলতে পারেন-

১) ত্বক যাতে শুষ্ক না থাকে: আপনার ত্বক যত বেশি শুষ্ক হবে, শেভ করার পরে জ্বালা-চুলকানি হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তাই ত্বক যাতে বেশি শুষ্ক না হয়ে থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। শেভ করার অন্তত ৬-১২ ঘণ্টা আগে মুখে ভালভাবে ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল মাখুন। এতে আপনার ত্বক ময়শ্চারাইজড এবং হাইড্রেটেড থাকবে।

২) লম্বা দাড়ি ছেঁটে নিন: প্রথমে লম্বা দাড়ি কাঁচি দিয়ে ছেঁটে নিন। কারণ আপনি যদি লম্বা দাড়ি রেজার দিয়ে কাটতে যান, তাহলে গালের এক এক জায়গায় একাধিক বার ব্লেড ছোঁয়াতে হবে। এর ফলে ত্বকে ক্ষত হওয়ার আশঙ্কা বেশি থাকবে। তাই শেভ করার আগে অবশ্যই লম্বা দাঁড়ি ছাঁটাই করুন।

৩) চুলের বৃদ্ধির দিকে শেভ করুন: চুলের বৃদ্ধি যেদিকে হয়েছে সেদিকেই শেভ করুন। যদি আপনি দাড়ি বৃদ্ধির উল্টো দিকে শেভ করেন, তাহলে চুলের ফলিকলের স্বাভাবিক বৃদ্ধির পক্ষে ব্যাঘাত ঘটবে।

৪) শেভিং ক্রিম: সঠিক শেভিং ক্রিম ব্যবহার করুন। স্নানের জন্য ব্যবহৃত শাওয়ার জেল বা সাবান ব্যবহার করবেন না। আপনার ত্বকের ধরণের উপর নির্ভর করে একটি শেভিং ক্রিম/ফোম/জেল বেছে নিন, এটি ত্বককে পুষ্টিও যোগাবে। যেসব ক্রিমে বেশি ফেনা হয় তা ব্যবহার করার চেষ্টা করুন। এতে ত্বক মোলায়েম থাকবে।

৫) দাড়ি কাটার পর লোশন লাগান: শেভ করার পরে ত্বকের জ্বালা-চুলকানি কমাতে অবশ্যই অ্যালোভেরা জেল বা আফটার-শেভ লোশন গালে মাখুন। তাহলে অনেকটাই নিয়ন্ত্রিত হবে জ্বালাভাব।

আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…

আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন

আরও পড়ুন: Winter Hair Care: শীতকালে চুল ধোয়ার জন্য কোনটা বেশি উপযুক্ত? গরম জল না কি ঠাণ্ডা জল? সবিস্তারে জেনে নিন…

Next Article