Bridal Skin Care: এক মাসের মাথায় বিয়ে, হবু কনেরা ত্বকের জেল্লা বাড়াবেন কোন উপায়ে?
Beauty Tips for Brides: হাজার-হাজার টাকা খরচ করে মেকআপ করলেই যে সেরা দেখাবে এমনটা নয়। বিয়ের মূল অনুষ্ঠানের পাশাপাশি আইবুড়ো ভাত, গায়ে হলুদেও যে আপনাকে নজর কাড়তে হবে।
বিয়ের দিন ঠিক হলে নিমেষের মধ্যে মাস কেটে যায়। বিয়ের প্রস্তুতি পর্ব সারতেই সময় চলে যায়। তবু যেন সব কিছু পারফেক্ট হয়ে ওঠে না। প্রায় ৬ মাস ধরে প্রস্তুতি নেওয়ার পর বিয়ের দিন কিছু না কিছু বাদ পড়ে যায়। তবে কনেরা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ভুলে যান বিয়ের কাজের মাঝে। তা হল নিজের যত্ন নেওয়া। সঠিক সময়ে খাওয়া-দাওয়া, শরীরের খেয়াল রাখা জরুরি যেমন জরুরি, তেমনই ত্বকের যত্ন নেওয়া দরকার।
নিজের বিয়ের দিনে সেরা সুন্দরী দেখাবে এমনটা প্রত্যেক কনেরই স্বপ্ন থাকে। কিন্তু হাজার-হাজার টাকা খরচ করে মেকআপ করলেই যে সেরা দেখাবে এমনটা নয়। মেকআপ শুধু বিয়ের আসরে বসার জন্য করলেন। কিন্তু আইবুড়ো ভাত, গায়ে হলুদেও যে আপনাকে নজর কাড়তে হবে। আপনার বিশেষ দিনে আপনার দিক থেকে যদি কেউ চোখ না ফেরাতে পারে তার জন্য এখন থেকে ত্বকের যত্ন নিন। মেনে চলুন এই কয়েকটি টিপস।
ক্লিনজ়ার- ত্বক পরিষ্কার রাখার প্রথম ধাপ হল ক্লিনজ়িং। ত্বক থেকে জমা ময়লা, ধুলো, বালি পরিষ্কার করতে কোনও মাইল্ড ক্লিনজ়ার বেছে নিন। এতে ত্বক হাইড্রেটেড থাকবে এবং ব্রেকআউটের সম্ভাবনা কমে যাবে।
ময়েশ্চারাইজিং- শীতের মরশুমে শুষ্ক ত্বকের সমস্যা বেশি দেখা যায়। এখন ত্বকের যত্ন না নিলে বিয়ের সময় ত্বকের বেহাল দশা হবে। তাই এখন থেকে নিয়ম করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের ক্ষতি কম হবে।
সানস্ক্রিন- রোদের তেজ কম বলে সানস্ক্রিন এড়িয়ে যাবেন না। সকালে বাড়ির বাইরে পা রাখার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। তা না হলে সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বককে মারাত্মক ক্ষতি করতে পারেন।
নাইট স্কিন কেয়ার- সকালে যেভাবেই ত্বকের যত্ন নিন না কেন, বেড টাইম স্কিন কেয়ার জরুরি। রাতে আপনার ত্বক অনেকটা সময় পুনর্গঠনের। ত্বকের ক্ষত এতে দ্রুত সেরে ওঠে। ক্লিনজ়ার, ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করবেন। পাশাপাশি ফেস সিরাম ব্যবহার করতে পারেন। স্লিপিং মাস্ক ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাবেন।
পণ্যের দিকে নজর দিন- যেহেতু আর কয়েক দিন পরেই বিয়ে, তাই ত্বকের যত্নে এমন পণ্য ব্যবহার করুন যার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোনও নতুন পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকুন। এমন পণ্য ব্যবহার করবেন না যা আপনার ত্বকের ক্ষতি করতে পারে।