Kajal at Home: চোখের মেকআপ নজর কাড়তে কাজলের ভূমিকা অনবদ্য! বাড়িতেই তৈরি করুন অর্গ্যানিক কাজল
চোখই হল একজন মানুষের সৌন্দর্যের পরিচয়। তাই সেই চোখের সৌন্দর্যকে রাসায়নিক যুক্ত কাজল দিয়ে নয়, অর্গ্যানিক কাজল ব্যবহার করুন।
বহুকাল থেকেই চোখের মেকআপের জন্য কাজল ব্যবহার করা হয়। তবে বর্তমানের মতো বাজারচলতি রেজিমেড কাজল পাওয়া যেত না। প্রদীপের আলোয় রেখে হোমমেড কাজল তৈরি করার প্রচলন ছিল। মুখের মেকআপের পরিপূর্ণতা পায় চোখের মেকআপের মাধ্যেমে। চোখের দীপ্ত ও সৌন্দর্যের মাধ্যমেই একজন ব্যক্তি বা নারীর রূপ ও রুচি বোঝা যায়। কারণ চোখই হল একজন মানুষের সৌন্দর্যের পরিচয়। তাই সেই চোখের সৌন্দর্যকে রাসায়নিক যুক্ত কাজল দিয়ে নয়, অর্গ্যানিক কাজল ব্যবহার করুন। কাজল হল প্রাচীনতম প্রসাধনী পণ্যগুলির মধ্যে একটি। সৌন্দর্যকে তুলে ধরতে এবং চোখকে সুন্দর করে তুলতে কাজলের ভূমিকা অনবদ্য।
বাড়িতে কাজল তৈরি করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তবে এটি করার সহজ উপায়গুলির মধ্যে অন্যতম যেটি, সেটিই দেওয়া হল। দেখে নিন একঝলকে…
ঘরে কাজল তৈরির উপকরণ
একটি জীবাণুমুক্ত রূপো বা তামার প্লেট এক টুকরো মসলিন কাপড় বা তাজা তুলা দেশি গরুর ঘি একটি মাটির/রূপোর প্রদীপ ম্যাচের লাঠি এবং বক্স কাজুবাদাম একই মাত্রার তিন বা চার কাপ বাদাম তেল ক্যারাম বীজ (আজওয়াইন) চামচ এবং কাঁটাচামচ কাজল সংরক্ষণের জন্য একটি জীবাণুমুক্ত পাত্র
পদ্ধতি
-বাদাম এবং ক্যারামের বীজ মোটা করে গুঁড়ো করে নিন। -এবার একটি মসলিন কাপড় বা তুলো নিন এবং এই মিশ্রণটি তার উপর ঢেলে দিন। তারপর সুন্দরভাবে ফ্যাব্রিক বা তুলো রোল করে একটি মোটা বাতি তৈরি করুন। -মাটির বা রূপোর প্রদীপের উপর আলতো করে বাতিটি রেখে তাতে ঘি দিন। দেখতে হবে যেন বাতিটি ঘিতে নিমজ্জিত হয় । শুধু একটি শেষ প্রান্তে ডুবে থাকে যেন। -কাঁসার বা রৌপ্য কিংবা তামার প্লেট নিয়ে বাতির চারপাশে উল্টানো কাপের মতো করে রেখে দিন। – এবার দেশলাই কাঠি দিয়ে বাতি জ্বালিয়ে প্লেটটি উল্টে নিন এবং উল্টানো কাপের উপরে রাখুন। – প্রদীপ পুরোপুরি নিভে না যাওয়া অবধি অপেক্ষা করুন। – প্লেট ঠান্ডা হয়ে গেলে নামিয়ে রাখুন। তারপর সাবধানে একটি চামচ বা কাঁটাচামচ দিয়ে শিখা থেকে কালো দাগের উপর স্ক্র্যাপ করুন। – অবশিষ্টাংশ একটি পাত্রে স্থানান্তর করুন এবং একটি ঘন পেস্ট তৈরি করতে বাদামের তেল বা ঘি যোগ করুন। – একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে রাখুন এবং অন্ধকার, ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। – আপনার সুন্দর চোখের জন্য ঘরে তৈরি কাজল ব্যবহারের জন্য প্রস্তুত।
রাসায়নিক মুক্ত এই ঘরে তৈরি কাজল যতবার খুশি ব্যবহার করতে পারেন।