AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beauty DIY: পাকা পেঁপের সাহায্যে ত্বক এবং চুল কীভাবে ভাল রাখবেন?

Beauty DIY: পাকা পেঁপে ব্যবহার করে আপনি ত্বক এবং চুল ভাল রাখতে পারবেন ঘরোয়া উপায়ে।

Beauty DIY: পাকা পেঁপের সাহায্যে ত্বক এবং চুল কীভাবে ভাল রাখবেন?
| Edited By: | Updated on: Jun 25, 2021 | 8:00 PM
Share

ত্বক এবং চুল ভাল রাখতে রূপচর্চার পাশাপাশি ডায়েটের উপরও কড়া নজর দিতে বলেন বিশেষজ্ঞরা। মেনুতে রাখতে বলেন যে কোনও মরসুমি ফল। পাকা পেঁপে এখন সারা বছরই পাওয়া যায়। এই ফল অনেকেই পছন্দ করেন। অনেকের আবার খেতে ভাল লাগে না। পাকা পেঁপে রূপচর্চার কাজেও দারুণ উপকারী। পাঁচটি ঘরোয়া টোটকার কথা আজ শেয়ার করা হবে। পাকা পেঁপে ব্যবহার করে আপনি ত্বক এবং চুল ভাল রাখতে পারবেন ঘরোয়া উপায়ে।

১) একটি পাত্রে চার টেবিলচামচ পেঁপে চটকে নিয়ে নিন। এর মধ্যে দুই টেবিল চামচ ইয়োগার্ট যোগ করুন। দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে অ্যাপ্লাই করুন। একটা শাওয়ার ক্যাপ পরে অন্তত আধ ঘণ্টা মিশ্রণটি চুলে রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুল কম ঝরবে

২) পেঁপে চটকে দুই টেবিলচামচ নিন। সঙ্গে একটা পাকা কলা চটকে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। অন্ত ৪৫ মিনিট রাখতেই গবে। এরপর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুলে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।

৩) পেঁপের সঙ্গে কলা এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এই মিশ্রণ গলা এবং হাতে অ্যাপ্লাই করুন। মিনিট ২০ পরে শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে ত্বক টানটান থাকবে।

৪) পেঁপের সঙ্গে কলা এবং লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। ১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুতে হবে। এতে ত্বক উজ্জ্বল হবে, ত্বকে কোনও দাগ, ছোপ থাকলে তা কমবে।

৫) যাঁদের ত্বকে সান ট্যান তৈরি হয়েছে, তাঁরা পাকা পেঁপের সঙ্গে টোম্যাটো মিক্সিতে পেস্ট করে নিন। এই মিশ্রণ মুখে, গলায়, ঘাড়ে, শরীরের খোলা অংশে লাগালে কালো ভাব দূর হবে।

আরও পড়ুন, প্রাইড মান্থ সেলিব্রেশনে ট্রাই করুন রেনবো আইশ্যাডো