AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin Care: তৈলাক্ত ত্বকের যত্নে গোলাপ জল, প্রাকৃতিক টোনার, প্রাকৃতিক সমাধান

Rose Water: অনেকেই বিভিন্ন বাজারচলতি টোনার বা কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু সবসময় ত্বকের সঙ্গে মানিয়ে যায় না। ঠিক এই জায়গাতেই শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত এক প্রাকৃতিক উপাদান আপনাকে ভরসা দিতে পারে। এসব ক্ষেত্রে গোলাপ জলের জুড়ি মেলা ভার।

Skin Care: তৈলাক্ত ত্বকের যত্নে গোলাপ জল, প্রাকৃতিক টোনার, প্রাকৃতিক সমাধান
তৈলাক্ত ত্বকের যত্নে গোলাপ জল, প্রাকৃতিক টোনার, প্রাকৃতিক সমাধানImage Credit: Getty Images
| Updated on: Oct 02, 2025 | 9:21 PM
Share

শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা তৈলাক্ত ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল সারাক্ষণ তেলতেলে একটা অনুভূতি। সঙ্গে ব্রণ, ব্ল্যাকহেডস বা রোমকূপের সমস্যাও মাথাচাড়া দিয়ে ওঠে। তাই অনেকেই বিভিন্ন বাজারচলতি টোনার বা কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন, কিন্তু সবসময় ত্বকের সঙ্গে মানিয়ে যায় না। ঠিক এই জায়গাতেই শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত এক প্রাকৃতিক উপাদান আপনাকে ভরসা দিতে পারে। তা হল গোলাপ জল।

কেন গোলাপ জল তৈলাক্ত ত্বকের বন্ধু?

১. pH ব্যালান্স রক্ষা করে

গোলাপ জল ত্বকের প্রাকৃতিক pH স্তর ঠিক রাখতে সাহায্য করে। এর ফলে ত্বক অতিরিক্ত তেল তৈরি করে না, আবার একেবারে শুষ্কও হয় না।

২. রোমকূপ ছোট করে

তৈলাক্ত ত্বকে রোমকূপ বড় হয়ে যায়, ফলে সহজেই ধুলো ময়লা জমে ব্রণের সম্ভাবনা বাড়ে। গোলাপ জল নিয়মিত ব্যবহার করলে রোমকূপ সংকুচিত হয়।

৩. প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে

কেমিক্যাল টোনারের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলে ত্বক সতেজ থাকে। এটি ত্বকের বাড়তি তেল শুষে নিয়ে মসৃণ করে তোলে।

৪. অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ

গোলাপ জলে থাকা প্রাকৃতিক উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। তাই ব্রণপ্রবণ ত্বকে এটি বিশেষ কার্যকর।

৫. অ্যান্টিঅক্সিডেন্টের সুরক্ষা

পরিবেশ দূষণ, সূর্যের তাপ বা স্ট্রেস—সব মিলিয়ে ত্বকের ক্ষতি হয়। গোলাপ জল অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা ত্বককে সুরক্ষা দেয়।

৬. তৎক্ষণাৎ রিফ্রেশার

অফিসে কাজের ফাঁকে বা রোদে বেরোনোর পর স্প্রে বোতলের গোলাপ জল মুখে ছিটিয়ে নিলে ত্বক সতেজ হয়ে ওঠে।

ব্যবহার পদ্ধতি —

প্রতিদিন সকাল ও রাতে গোলাপ জলের তুলোয় ভিজিয়ে মুখ মুছে নিতে পারেন। চাইলে ফেসপ্যাকের সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়ে নিতে পারেন। এ ছাড়া স্প্রে বোতলে ভরে মিস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। সারাদিন ত্বক থাকবে ফ্রেশ।

যাদের ত্বক খুব সেনসিটিভ অর্থাৎ স্পর্শকাতর, তারা আগে হাতে বা কানের পাশে অল্প করে টেস্ট করুন। অ্যালার্জি বা জ্বালাপোড়া হলে ব্যবহার বন্ধ করুন। গোলাপ জল শুধু একধরনের ঘরোয়া কসমেটিক নয়, বরং এটি তৈলাক্ত ত্বকের জন্য একেবারে ন্যাচারাল স্কিনকেয়ার টনিক। নিয়মিত ব্যবহার করলে ত্বক শুধু তেলমুক্তই নয়, বরং ভেতর থেকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।