AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2025: দুর্গাপুজোয় এ বার অঞ্জলি দেবেন কখন? দেবীর কীসে আগমন, কীসে গমন? জেনে নিন নির্ঘণ্ট

Durga Puja calendar: ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর (Durga Puja) উদযাপন। এ বছর কখন দেবেন মহাঅষ্টমীতে অঞ্জলি, কখন হবে সন্ধিপুজো, দেবী আসছেন কীসে, দেবী ফিরবেন কীসে, সবটা জেনে নিন এই প্রতিবেদনে।

Durga Puja 2025: দুর্গাপুজোয় এ বার অঞ্জলি দেবেন কখন? দেবীর কীসে আগমন, কীসে গমন? জেনে নিন নির্ঘণ্ট
দুর্গাপুজোয় এ বার অঞ্জলি দেবেন কখন? দেবীর কীসে আগমন, কীসে গমন? জেনে নিন নির্ঘণ্টImage Credit: Canva
| Updated on: Sep 23, 2025 | 12:37 PM
Share

বাজলো তোমার আলোর বেণু…  ২১ সেপ্টেম্বর ছিল মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন, তারপরই বাঙালির সবচেয়ে প্রিয় দুর্গোৎসব শুরু হয়ে যাবে। কলকাতা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন মেতে উঠবে দুর্গাপুজোর (Durga Puja) উদযাপনে। যদিও তাতে বাধা দিয়ে ওয়ার্ম আপ করা শুরু করে দিয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পুজোর মধ্যে বৃষ্টির সম্ভবনা থাকছে। তারপরও বাঙালিরা দুর্গাপুজো তো আর ঘরে বসে কাটাবেন না। তাই অনেকে ইন্টারনেটে সার্চ করতে শুরু করেছেন এ বছর কখন দেবেন মহাঅষ্টমীতে (Durga Ashtami) অঞ্জলি, কখন হবে সন্ধিপুজো, দেবী আসছেন কীসে, দেবী ফিরবেন কীসে? চলুন সবটা জেনে নিন এই প্রতিবেদনে।

সন ১৪৩২ সালের শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট

  • পঞ্চমী – ১০ আশ্বিন, ২৭ সেপ্টেম্বর, শনিবার
  • ষষ্ঠী – ১১ আশ্বিন, ২৮ সেপ্টেম্বর, রবিবার
  • সপ্তমী – ১২ আশ্বিন, ২৯ সেপ্টেম্বর, সোমবার
  • অষ্টমী – ১৩ আশ্বিন, ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার
  • নবমী – ১৪ আশ্বিন, ১ অক্টোবর, বুধবার
  • দশমী – ১৫ আশ্বিন, ২ অক্টোবর, বৃহস্পতিবার

এ বছর দেবী দুর্গার কীসে আগমন আর কীসে গমন জেনে নিন—

পঞ্চমীর দিন সায়ংকালে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন। ষষ্ঠীর দিন সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমীর দিন দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন। দেবীর আগমন গজে। যার ফল – শস্যপূর্ণা বসুন্ধরা। মহাষ্টমী শুরু দুপুর ১.২১ মিনিটে। দুপুর ২.৯ এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি। দুপুর ১.৪৫ এ বলিদান। অঞ্জলি দিতে হবে এই সময়ের আগে। ১ অক্টোবর মহানবমীর পুজো। দেবীর নবরাত্রিক ব্রত সমাপন। ২ অক্টোবর শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা। দেবীর দোলায় গমন। যার ফল – মড়ক।