মহালয়া থেকেই সেজে উঠেছে বাংলা, ভিড়ে নজর কাড়ছে এবার কোন ট্রেন্ডি-পোশাক?
এবারের মূল ফোকাস ‘ট্র্যাডিশনাল উইথ এ টুইস্ট’। অর্থাৎ সাবেকি পোশাকেই থাকবে আধুনিক ছোঁয়া। মহিলাদের মধ্যে এবারে রেশম, তাঁত আর ধনেখালি শাড়ি ফিরে এসেছে নতুন রঙে ও ঢঙে। জল রঙের মতো সফট প্যাস্টেল শেড যেমন পিচ, মিন্ট গ্রিন, আর বাটার ইয়েলো থাকছে শাড়ির প্রিয় পছন্দে।

শুরু হয়ে গিয়েছে কলকাতার বুকে বাংলার মহোৎসব, দুর্গাপুজো। শহর জুড়ে চলছে শেষ পর্যায়ের কেনাকাট। আর তার সঙ্গেই জমে উঠেছে ফ্যাশনের লাস্ট মিনিট প্রস্তুতি।দুর্গাপুজো মানেই শুধু ঠাকুর দেখা নয়, নতুন জামা-কাপড় পরে নিজেকে রাঙিয়ে তোলাও গুরুত্বপূর্ণ। আর ২০২৫ সালের পুজোয় ফ্যাশনে এসেছে একাধিক নতুন ট্রেন্ড, যা আগের বছরগুলোর চেয়ে একেবারেই আলাদা।
এবারের মূল ফোকাস ‘ট্র্যাডিশনাল উইথ এ টুইস্ট’। অর্থাৎ সাবেকি পোশাকেই থাকবে আধুনিক ছোঁয়া। মহিলাদের মধ্যে এবারে রেশম, তাঁত আর ধনেখালি শাড়ি ফিরে এসেছে নতুন রঙে ও ঢঙে। পাশাপাশি জামদানি, অরগেঞ্জা তো রয়েছেই। জল রঙের মতো সফট প্যাস্টেল শেড যেমন পিচ, মিন্ট গ্রিন, আর বাটার ইয়েলো থাকছে শাড়ির প্রিয় পছন্দে। সঙ্গে থাকছে ম্যাচিং বা কন্ট্রাস্টেড ব্লাউজে বেল স্লিভস, ব্যাক কাটআউট, ও হ্যান্ড এমব্রয়ডারির কাজ।
পুরুষদের ফ্যাশনেও এসেছে বৈচিত্র্য। ধুতি-পাঞ্জাবিতে আগ্রহ থাকলেও এবার অনেকেই ঝুঁকছেন স্টাইলিশ কুর্তার দিকে। কাঁধে জমকালো কাজ, কিংবা হাতায় সূক্ষ্ম জরির নকশা—সব মিলিয়ে ট্র্যাডিশনের সঙ্গে মডার্ন টাচ। কাপড়ে কটন-লিনেন বা সিল্ক ব্লেন্ড থাকছে বেশি। কালারে মাটির টোন, সেপিয়া ও ক্লাসিক অফ হোয়াইট এখন ক্রেজ।
বাংলার নারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ফিউশন স্টাইল। শাড়ির সঙ্গে বেল্ট, পালাজ্জোর সঙ্গে কুর্তি, কিংবা ওভারসাইজড শার্টের সঙ্গে জাঙ্ক জুয়েলারি—সবই এখন ফ্যাশন জগতে ইন। অন্যদিকে পুরুষদের ফ্যাশনেও ঢুকেছে বোহো টাচ, সঙ্গে হালকা রঙের কুর্তা, প্রিন্টেড শার্ট আর হ্যান্ডলুম পাঞ্জাবি দারুণ জনপ্রিয়। এবার পুজোর ফ্যাশনে তাই নানান বাহার চোখে পড়ছে।
