Explained: রহস্য, ভয়, ভালবাসা… কী এমন আছে Labubu পুতুলে?
Labubu Doll: বড় মাথা, ছুঁচালো দাঁত, বড় বড় চোখ, লোম ঢাকা পোশাক, লাবুবু (Labubu)-কে দেখতে এমনই। অনেকটা খরগোশের মতো দেখতে। কারোর এটা দেখে ভয় লাগছে, কারোর আবার খুব মনে ধরেছে।

সোশ্যাল মিডিয়া খুললেই ফিড জুড়ে একটাই পোস্ট। সবার মুখে ঘুরছে একটাই নাম- লাবুবু (Labubu)। অদ্ভুতুড়ে এক ছোট্ট পুতুল, যা দেখতে বেশ কিউট, আবার কিছুটা ভয়ও লাগে তার বিকশিত দন্তের জন্য। ক্রিকেটার রোহিত শর্মা থেকে ব্ল্য়াকপিঙ্কের লিসা, সবাই এখন মজে লাবুবু-র প্রেমে। ৩০-৪০ হাজার টাকা খরচ করতেও দুবার ভাবছে না কেউ। কী এমন আছে এই পুতুলে? ছোট থেকে বড়-সবাই কেন লাবুবু কিনছেন? ট্রেন্ডে গা ভাসানোই এখন ট্রেন্ড। একটা কিছু জনপ্রিয় হলে, সবার সেটাই চাই। তবে লাবুবুর জ্বর যেন ছোঁয়াচে রোগ। হু হু করে তা বেড়েই চলেছে। কী এই পুতুল, তা না জেনেই অনেকে বায়না ধরছেন লাবুবু কেনার জন্য। কী এই লাবুবু? বড় মাথা, ছুঁচালো দাঁত,...





