AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Face Musk: নিমেষে কমাবে ত্বকের কালোভাব! প্যান্ডেল হপিংয়ের আগে লাগিয়ে নিন এই মাস্ক

Darkness Remedy: ত্বকের কালোভাব বা ডার্কনেস নানা কারণে হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি, দূষণ, অতিরিক্ত মেকআপ, পর্যাপ্ত জল না খাওয়া, ঘুমের অভাব, কিংবা হরমোনের সমস্যা। এর ফলে মুখের প্রাকৃতিক উজ্জ্বলতা কমে যায়। তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি ফেস মাস্ক ত্বকের কালোভাব দূর করে, ধীরে ধীরে ফিরিয়ে আনতে পারে স্বাভাবিক গ্লো।

Face Musk: নিমেষে কমাবে ত্বকের কালোভাব! প্যান্ডেল হপিংয়ের আগে লাগিয়ে নিন এই মাস্ক
| Updated on: Sep 27, 2025 | 2:18 PM
Share

ত্বকের কালোভাব বা ডার্কনেস নানা কারণে হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি, দূষণ, অতিরিক্ত মেকআপ, পর্যাপ্ত জল না খাওয়া, ঘুমের অভাব, কিংবা হরমোনের সমস্যা। এর ফলে মুখের প্রাকৃতিক উজ্জ্বলতা কমে যায়। তবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি ফেস মাস্ক ত্বকের কালোভাব দূর করে, ধীরে ধীরে ফিরিয়ে আনতে পারে স্বাভাবিক গ্লো। রইল তেমন ৫ মাস্কের হদিস।

১. হলুদ ও দইয়ের মাস্ক – এক চামচ দইয়ের সঙ্গে আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা মধুও যোগ করতে পারেন।

হলুদে রয়েছে কারকিউমিন, যা অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। এটি ত্বকের কালো দাগ ও সানট্যান কমায়। দইয়ে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ তুলতে সাহায্য করে, ফলে মুখ মসৃণ ও উজ্জ্বল হয়।

২. বেসন ও গোলাপজলের মাস্ক – এক চামচ বেসনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন।

বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর, যা ত্বকের ময়লা ও মৃত কোষ সরিয়ে দেয়। লেবুর রসে ভিটামিন সি আছে, যা মেলানিন কমিয়ে কালচে ভাব দূর করে। গোলাপজল ত্বককে ঠান্ডা রাখে ও প্রাকৃতিক টোনারের কাজ করে।

৩. অ্যালোভেরা ও মধুর মাস্ক – এক চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন।

অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ক্ষতিগ্রস্ত সেল রিপেয়ার করে। মধু প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা ত্বককে গভীরভাবে হাইড্রেট করে। একসঙ্গে এই দুটি উপাদান ত্বককে টানটান ও উজ্জ্বল করে তোলে।

৪. কাঁচা দুধ ও ওটস মাস্ক – আধা কাপ কাঁচা দুধে এক মুঠো ওটস ভিজিয়ে নরম করে নিন, তারপর মিশিয়ে মুখে লাগান।

দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড স্কিন লাইটেনিং এজেন্ট হিসেবে কাজ করে। ওটস প্রাকৃতিক স্ক্রাব, যা ত্বকের গভীরের ময়লা তুলতে সাহায্য করে। ফলে মুখ পরিষ্কার ও ফর্সা দেখায়।

৫. টমেটো ও লেবুর মাস্ক – একটি টমেটো চটকে তার রসে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।

টমেটোতে আছে লাইকোপেন, যা সানট্যান ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বককে স্বাভাবিকভাবে ফর্সা ও ব্রাইট করে।

প্রতিটি মাস্ক সপ্তাহে অন্তত ২–৩ বার ব্যবহার করলে ধীরে ধীরে ফল মিলবে। লাগানোর পর ১৫–২০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এর পরে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।

এই প্রাকৃতিক মাস্কগুলো শুধু ত্বকের কালোভাব কমায় না, বরং ত্বকের গভীরে পুষ্টি যোগায়। নিয়মিত ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে মসৃণ, টানটান ও উজ্জ্বল হয়ে ওঠে। তবে কারও যদি অতিরিক্ত অ্যালার্জি বা সেনসিটিভ স্কিন থাকে, আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত।