Solanki Roy: ‘গাঁটছড়া’য় নতুন ট্যুইস্ট এনেছে খড়ি, বাস্তবে কুল-ক্যাজুয়াল লুকে কেমন দিন কাটছে শোলাঙ্কির?
Fashion Tips: শোলাঙ্কির চোখ জোড়া বড়ই মায়াবী। আর তাই ওই দুই চোখেই যাবতীয় এক্সপ্রেশন লোকানো থাকে। অতিরিক্ত আর কোনও সাজগোজের প্রয়োজন পড়ে না
দর্শক মহলে খুবই জনপ্রিয় খড়ি শোলাঙ্কি রায়। খড়ি হোক বা মেখলা সব চরিত্রে বড়ই বেশি সাবলীল অভিনয় তাঁর। এই অভিনয় আর তাঁর অতি সাধারণ মনোভাবই মন কেড়ে নিয়েছে দর্শকের। টিভি, ওয়েব সিরিজ থেকে সিনেমা দাপিয়ে অভিনয় করছেন শোলাঙ্কি। পাশের বাড়ির মেয়ে বলতে আমরা যা বুঝি শোলাঙ্কি ঠিক তাই। বড়ই মন প্রাণ দিয়ে তিনি অভিনয় করেন। কখনই অতিরিক্ত মনে হয় না। এমনকী মনেও হয় না যে তিনি অভিনয় করছেন। এতটাই চরিত্রের মধ্যে ঢুকে যান শোলাঙ্কি। অভিনয়ের পাশাপাশি আরও যে প্রশংসার তা হল শোলাঙ্কির সাদামাটা সাজগোজ। সব সময় একদম সাধারণ লাজ-পোশাকে দেখা যায় তাঁকে।
শোলাঙ্কির চরিত্ররা যতটা সাধারণ শোলাঙ্কি নিজেও ঠিক তাই। সামান্য কাজল আর লিপস্টিকেই তাঁর ফ্যাশান। কিছু সময় তাও থাকে না। শোলাঙ্কির পেজে ফটোশ্যুটের বিশেষ ঘনঘটা নেই। তবুও তাঁর ইনস্টাগ্রামে ফ্যান ফলোইং নেহাত কম নয়। বাইরে গেলে অধিকাংশ সময় কাজলটাও লাগান না শোলাঙ্কি।
এই প্রজন্মের অনেকেই একেবারে হালকা সাজগোজ পছন্দ করেন। শোলাঙ্কি কিন্তু তাদেরই দলে। শোলাঙ্কির শীত পোশাকে ফ্যাশান দেখেছেন? রবিবার বিশ্বকাপের ফাইনালের দিন শহরের আনাচ কানাচে ঢুঁ মারতে বেরিয়েছিলেন অভিনেত্রী। কালো লেদার জ্যাকেট, খোলা চুল আর সানগ্লাসে ভীষণ স্টাইলিশ দেখতে লাগছিল তাঁকে। হাতে ফোন নিয়ে আনমনে বসে রয়েছেন নায়িকা। খুব ভালভাবে না দেখলে বোঝার উপায় নেই যে তিনি শোলাঙ্কি।
একেবারে সাধারণ কলমকারির জামা, সাধারণ টি শার্ট, জিনসেই ফ্যাশান শোলাঙ্কির। আজ থেকে পাঁচ বছর আগেও তিনি যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। শরীরে কোথাও বাড়তি মেদ যোগ হয়নি তাঁর। শোলাঙ্কির চোখ জোড়া বড়ই মায়াবী। আর তাই ওই দুই চোখেই যাবতীয় এক্সপ্রেশন লোকানো থাকে। অতিরিক্ত আর কোনও সাজগোজের প্রয়োজন পড়ে না। সময় পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন শোলাঙ্কি। পাহাড় তাঁর প্রথম পছন্দ। আর তাই ইনস্টাপাতাতে উঁকি মারলে পাহাড়ের ছবিই বেশি।
এই মুহূর্তে গাঁচছড়ায় দেখানো হচ্ছে খড়ি মৃত। কিন্তু তার মৃত্যুবার্ষিকীর দিন ঋদ্ধিমানের বারবারই মনে হয়েছে খড়ি বেঁচে আছে এবং সে ফিরে আসবে। আটপৌরে সাধারণ সাজপোশাক এবং মধ্যবিত্ত চিন্তাধারার খড়ি ফিরেও এসেছে ধারাবাহিকে। কিন্তু নিজেকে পাল্টে। সিংহ রায় জুয়েলার্সের নাম মিটিয়ে দেওয়ার পণ করেছে সে। পাল্টেছে তার রূপ, তার আদব-কায়দা। নিজেকে আপাদমস্তক পাল্টে ফেলেছে সে। এমনকী চুলের ছাটেও এনেছে আমূল পরিবর্তন। ‘ভাল’ খড়ি কি সত্যি-সত্যিই ভোল পাল্টে ‘খল’ হয়ে ফিরে এল? বলবে সময়..