শীত পার্টির রসনার সন্ধান দিতে পারে ক্যান্টিন পাব এবং গ্রাব

ঠিকানা সিটি সেন্টার ওয়ান। সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ।

শীত পার্টির রসনার সন্ধান দিতে পারে ক্যান্টিন পাব এবং গ্রাব
চিকেন পিকাটা উইথ অরেঞ্জ বিয়ার সস।
Follow Us:
| Updated on: Dec 25, 2020 | 6:34 PM

শহরের শীত সন্ধে। মানেই জমাটি রসনার (food) সন্ধান করে পেটুক মন। আপনি পেটুক না হলেও এই সময়টা একটু অন্যরকম মেনু ট্রাই করতে ইচ্ছে করে বইকি! আর আপনার কথা ভেবেই শীত স্পেশ্যাল খাবার এবং ককটেলের ব্যবস্থা করেছে ক্যান্টিন পাব এবং গ্রাব।

চিকেন পিকাটা উইথ অরেঞ্জ বিয়ার সস, লাতে ব্রুলে উইথ অরেঞ্জ ক্যারামেল সস, সি সল্ট অ্যান্ড মিন্ট ফোম, পাইনঅ্যাপেল হানি রোস্ট হ্যাম, চিকেন পিকাটা উইথ অরেঞ্জ বিয়ার সসের মতো রকমারি পদ রয়েছে আপনার অপেক্ষায়। এর সঙ্গে বেছে নিতে পারেন পছন্দের পানীয়।

আরও পড়ুন,  বাড়িতে কীভাবে তৈরি করবেন চিকেন টিক্কা কুরচান টোস্টাডা?

২৫ ডিসেম্বর অর্থাৎ আজ বড়দিন থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপনার জন্য উইন্টার স্পেশ্যাল মেনুর আয়োজন রয়েছে। রকমারি খাবারে রসনাতৃপ্তির সেরা সময় শীতকাল। হ্যাঁ, অতিমারির পরিস্থিতি রয়েছে ঠিকই। কিন্তু তার মধ্যেও নিউ নর্মালে ধীরে ধীরে শুরু হয়েছে অনেক কিছুই। রেস্তোরাঁতেও যাচ্ছেন অনেকে। শেষ ডিসেম্বরে মেনুতে কিছুটা স্পাইস যোগ করে নিলে মন্দ হয় না। পরিবার এবং বন্ধুদের নিয়ে পৌঁছে যেতে পারেন এই রেস্তোরাঁয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সমস্ত রকম সুরক্ষাবিধির ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কীসের? কবে যাবেন, এখনই প্ল্যান করে ফেলুন। ঠিকানা সিটি সেন্টার ওয়ান। সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ।

আরও পড়ুন, কন্টিনেন্টাল হোক বা চাইনিজ, ট্রাই করুন ‘জিজি ক্যাফে বিস্ত্রো’র মেনু