Recipe: নলেন গুড়ের রসগোল্লা তো সবাই খেয়েছি, এর ফিরনি কখনও খেয়ে দেখেছেন? রেসিপি দেখে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 05, 2022 | 2:52 PM

গুড়ের ফিরনি খাওয়ার মজাই আলাদা। আর তা যদি হয় নলেন গুড়, তাহলে তো কথাই নেই। শীত আসতেই নলেন গুড়ের পিঠা-পুলি ও ফিরনি রান্নার তোড়জোড় শুরু হয়ে যায় ঘরে ঘরে।

Recipe: নলেন গুড়ের রসগোল্লা তো সবাই খেয়েছি, এর ফিরনি কখনও খেয়ে দেখেছেন? রেসিপি দেখে নিন...

Follow Us

ফিরনি খেতে কে না পছন্দ করেন। ছোট-বড় সবাই ফিরনির স্বাদ নিতে চান। ফিরনি বিভিন্ন উপকরণ দিয়ে রান্না করা যায়। তার মধ্যে গুড়ের ফিরনি খাওয়ার মজাই আলাদা। আর তা যদি হয় নলেন গুড়, তাহলে তো কথাই নেই। শীত আসতেই নলেন গুড়ের পিঠা-পুলি ও ফিরনি রান্নার তোড়জোড় শুরু হয়ে যায় ঘরে ঘরে।

নলেন গুড় এক ধরনের গুড় যা খেজুরের রস থেকে তৈরি করা হয়। বাংলা অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয়। খেজুরের উত্তাপে রসকে ঘন ও শক্ত পাটালিগুড়ে পরিণত করা হয়। আগেকার দিনে শীতকালে নলেন গুড় দিয়ে নানারকম পদ তৈরি হয়। তবে এখন সেই পদের তালিকা কম হলেও এই বিশেষ গুড়ের কদর কিন্তু কমেনি।

উপকরণ:

  • চালের গুঁড়া এক কাপ
  • ঘি এক টেবিল চামচ
  • কাজুবাদাম ১৫টি
  • কিশমিশ ১৫টি
  • দুধ ২ কাপ
  • চিনি এক কাপ
  • নলেন গুড় ৩ কাপ
  • খোয়া ক্ষীর ১০০ গ্রাম
  • গোলাপজল আধা চা চামচ
  • গুঁড়া দুধ এক টেবিল চামচ
  • এলাচ ও দারুচিনি গুঁড়া এক চা চামচ
  • জায়ফল ও জয়িত্রী গুঁড়া আধা চা চামচ
  • কেশর এক চিমটি

পদ্ধতি:

  • প্রথমে কড়াইয়ে ঘি গরম করে কাজু ও কিশমিশ ভেজে নিন। এরপর ভাজা হয়ে গেলে দুধ মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
  • দুধ হালকা ফুটে উঠলে তাতে চিনি মিশিয়ে দিন। চিনি গললে গুড় মিশিয়ে নিন। দুধের সঙ্গে গুড় ভালোভাবে মিশে গেলে তাতে মিশিয়ে দিন চালের গুঁড়া।
  • চালের গুড়ো দিয়ে নাড়াচাড়া করার পর ক্ষীর দিয়ে দিন। কিছুক্ষণ পর হালকা ফুটে উঠলে কাঁচা দুধে গুলে রাখা গুঁড়া দুধ মিশিয়ে দিন।
  • চাল সেদ্ধ হলে একে একে গোলাপজল, এলাচ, দারুচিনি, জায়ফল ও জয়িত্রী গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।
  • ঠান্ডা ফিরনি খেতে চাইলে কিছুক্ষণ পর ফ্রিজে ঢুকিয়ে রাখুন। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে উপরে কেশর ছড়িয়ে দিন।

আরও পড়ুন: Most Ordered Foods: ২০২১ সালে ভারতীয়রা সবচেয়ে বেশি কোন কোন খাবার অর্ডার দিয়েছেন? তালিকা প্রকাশ করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা

আরও পড়ুন: Popular tandoor dishes: বছরের শেষ দিনের ঘরোয়া পার্টিতে বানিয়ে নিন দোকানের স্টাইলের তন্দুর, তারিফ পাবেন!

আরও পড়ুন: Winter Special Recipe: শীতকালে মিঠে রোদে ট্যুইস্ট আনতে বানিয়ে ফেলুন জিভে জল আনা কমলালেবুর ভাপা দই! রইল তার রেসিপি

Next Article