লুচি তো আমরা সকলেই খাই। লুচি-কষা মাংস, লুচি-ঘুঘনি, লুচি-আলুরদম, লুচি-সাদা আলুর তরকারি, জন্মদিনে লুচি আর পাসেয়...মোটকথা লুচি হলেই হল। যে কোনও বাঙালি বাড়িতে ছুটির দিন মানেই ব্রেকফাস্টে লুচি- ছোলার ডাল ধরাবাঁধা। সামনেই লম্বা উইকএন্ড। সুতরাং লুচি তো হবেই। আজ রইল এমন লুচির রেসিপি যা আপনি আগে খাননি।