AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reetha: শুধু চুলের পরিচর্চায় নয়, বাসন থেকে গয়না সব পরিষ্কার করুন রিঠা দিয়ে

চুলের হাল ফেরানোর জন্য অনেকেই রিঠার ব্যবহারের কথা শুনেছেন। কেউ কেউ আবার শ্যাম্পুর পরিবর্তে রিঠা দিয়ে চুলও ধুয়েছেন। কিন্তু রিঠার গুণ শুধু চুলেই সীমাবদ্ধ নয়।

Reetha: শুধু চুলের পরিচর্চায় নয়, বাসন থেকে গয়না সব পরিষ্কার করুন রিঠা দিয়ে
Reetha: শুধু চুলের পরিচর্চায় নয়, বাসন থেকে গয়না সব পরিষ্কার করুন রিঠা দিয়েImage Credit: Pinterest
| Updated on: Aug 10, 2025 | 11:53 AM
Share

বাড়ির বাসনপত্র পরিষ্কার করতে সাবানই কমবেশি সকলের ভরসা। দিনের পর দিন বাসন মাজার সময় সাবান ব্যবহার করতে করতে হাতে ছাপ পড়ে। হাতের ত্বক খসখসে হয়ে যায়। সাবানে থাকা ক্ষারের কারণে তা হয়। এ বার সাবান ভুলুন, রিঠা দিয়েই বাসন থেকে গয়না সব পরিষ্কার করুন।

চুলের হাল ফেরানোর জন্য অনেকেই রিঠার ব্যবহারের কথা শুনেছেন। কেউ কেউ আবার শ্যাম্পুর পরিবর্তে রিঠা দিয়ে চুলও ধুয়েছেন। কিন্তু রিঠার গুণ শুধু চুলেই সীমাবদ্ধ নয়। অতীতে বাড়িঘর থেকে শুরু করে বাসন এমনকি গয়নাও পরিষ্কার করা হত রিঠা দিয়ে। যা অনেকের অজানা। এ বার জেনে নিন কীভাবে বাড়িতে রিঠা দিয়ে বাসন থেকে গয়না সবকিছু ঝকঝকে করে নেবেন।

রিঠা দিয়ে বানিয়ে নিতে পারেন তরল সালাব। কীভাবে তরল সাবান বানাবেন- প্রথমে ৩০-৩৫টা রিঠা দু’লিটার গরম জলে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন। এ বার রিঠাগুলো নরম হয়ে গেলে হাত দিয়ে চটকে ক্বাথ বের করে নিতে হবে। বীজগুলো এ বার ফেলে দিন। তারপর সেই জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভাল করে। এ বার জলটা অর্ধেক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। সারারাত ওই ভাবে রিঠার জল রেখে দিতে হবে। পরের দিন সকালে মিশ্রণটি ছেঁকে বোতলে ভরে নিতে হবে। আর বাকি অংশ জল মিশিয়ে নিতে হবে।

কীভাবে রিঠা দিয়ে ঘর, বাসন, গয়না পরিষ্কার করবেন-

১) গয়না পরিষ্কার করতে পারেন রিঠা দিয়ে। সোনা, রূপো, ওক্সিডাইজের গয়না কিছুক্ষণ রিঠা ভেজানো জলে ডুবিয়ে রাখতে হবে। তারপর ব্রাশ দিয়ে ঘষে নিন। পরিষ্কার জলে ধুলেই দেখবেন গয়না চকচক করবে।

২) রিঠার জল দিয়ে জানলার কাচ, দরজা, কাচের টেবিল পরিষ্কার করতে পারেন। রিঠার তৈরি তরল সাবান জানলার কাচ, দরজায় বা কাচের টেবলি প্রথমে ভাল করে স্প্রে করুন। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। সমস্ত ময়লা, দাগছোপ সহজেই পরিষ্কার হয়ে যাবে।

৩) বাসন মাজার ক্ষেত্রেও রিঠা ব্যবহার করতে পারেন। বাসন মাজার সাবানের জায়গায় রিঠার তরল সাবান ব্যবহার করতে পারেন। ৩ কাপ রিঠার জলের সঙ্গে ১/২ কাপ গ্লিসারিন ও ১ চামচ জ্যানথান গাম পাউডার একসঙ্গে মেশান। এ বার এই মিশ্রণটি দিয়ে কাঁসার থালা, অন্য বাসন ভাল পরিষ্কার হবে।

৪) হোমমেড হ্যান্ডওয়াশ ব্যবহার করতে চান? তা হলে রিঠার জলে কয়েক ফোঁটা লেবুর রস ও এসেনশিয়াল অয়েল মেশান। তা হলেই তৈরি হোমমেড হ্যান্ডওয়াশ।

৫) মেঝের জেদি, নোংরা দাগছোপ তুলতে রিঠা ব্যবহার করতে পারেন। ঘর মুছতে পারেন রিঠার জল দিয়ে। ঘর মোছার জলে ৩ কাপ রিঠার জল, ২ কাপ ভিনিগার, ১ চামচ নুন ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ঘর মুছতে পারেন।