Curly Hair Care: কোঁকড়ানো চুল মানে গুচ্ছ ঝামেলা! সারাদিন গরমে ঘুরেও কীভাবে ভাল রাখবেন?
Hair Care Tips: আর্দ্রতা-ধুলোয় চুল দ্রুত ফ্রিজি হয়ে যায়, জট পড়ে এবং উজ্জ্বলতা হারায়। তবে কিছু নিয়ম মেনে চললে প্যান্ডেল হপিংয়ের ব্যস্ততার মাঝেও কোঁকড়ানো চুলকে সুন্দর, মসৃণ এবং স্টাইলিশ রাখা সম্ভব। রইল সেই টিপস।

কোঁকড়ানো চুল মানেই আলাদা আকর্ষণ। তবে এর যত্ন নেওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি ভিড়, গরম আর ঘামে ভরা পুজোর দিনে কোঁকড়ানো চুল সামলানো আরও কঠিন হয়ে ওঠে। আর্দ্রতা-ধুলোয় চুল দ্রুত ফ্রিজি হয়ে যায়, জট পড়ে এবং উজ্জ্বলতা হারায়। তবে কিছু নিয়ম মেনে চললে প্যান্ডেল হপিংয়ের ব্যস্ততার মাঝেও কোঁকড়ানো চুলকে সুন্দর, মসৃণ এবং স্টাইলিশ রাখা সম্ভব। রইল সেই টিপস।
হাইড্রেটিং শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন – কোঁকড়ানো চুলে স্বাভাবিকভাবেই আর্দ্রতার অভাব থাকে। তাই হালকা হাইড্রেটিং শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগানো খুব জরুরি। কন্ডিশনার চুলকে ফ্রিজি হওয়া থেকে রক্ষা করে।
লিভ-ইন কন্ডিশনার বা কার্ল ক্রিম – পুজোর ভিড়ে বের হওয়ার আগে লিভ-ইন কন্ডিশনার বা কার্ল ডিফাইনিং ক্রিম লাগান। এগুলো কোঁকড়ানো চুলে আর্দ্রতা ধরে রাখে এবং কার্লকে সুন্দরভাবে ডিফাইন করে।
চুল শুকনো রাখুন – ভিড়ে ঘাম হলে চুল ভিজে গিয়ে জট পড়তে পারে। তাই বাইরে যাওয়ার আগে চুল ভালোভাবে শুকিয়ে নিন। প্রয়োজনে মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন, যা ঘর্ষণ কমিয়ে ফ্রিজ কমায়।
সঠিক হেয়ারস্টাইল বেছে নিন – কোঁকড়ানো চুল খোলা রাখলে ভিড়ে জট পড়ে যেতে পারে। তাই হাফ-আপ হেয়ারস্টাইল, হালকা পনিটেল বা ঢিলা খোঁপা বেছে নিন। এতে চুল সুরক্ষিত থাকবে এবং স্টাইলও বজায় থাকবে।
সিল্ক বা সাটিন স্কার্ফ ব্যবহার করুন – প্যান্ডেল হপিংয়ে ধুলো ও ঘাম থেকে চুল বাঁচাতে সিল্ক বা সাটিনের হালকা স্কার্ফ ব্যবহার করুন। এগুলো চুলের ফ্রিজি ভাব কমায় এবং ভাঙন থেকে রক্ষা করে।
চুলে হাত কম দিন – চুলে বারবার হাত দিলে তেল ও ধুলো জমে কার্লের আকার নষ্ট হয়। তাই যতটা সম্ভব চুলে হাত দেওয়া এড়িয়ে চলুন।
হাইড্রেটিং স্প্রে রাখুন সঙ্গে – ছোট একটি হাইড্রেটিং স্প্রে বা কার্ল রিফ্রেশার স্প্রে ব্যাগে রাখুন। ঘাম বা ধুলোয় চুল এলোমেলো হয়ে গেলে হালকা স্প্রে করে কার্ল আবার ঠিক করা যায়।
রাতে সঠিক কেয়ার – প্যান্ডেল হপিং শেষে ঘরে ফিরে চুল আলগা করে বেণি বা সাটিন বালিশের কভার ব্যবহার করুন। এতে রাতে ঘুমের সময় চুল জটাবে না এবং কার্ল নষ্ট হবে না।
