Cleaning Tips: মরচে পড়া শাওয়ার নিয়ে নাজেহাল? এই ৪ ট্রিকসেই ঝকঝক করবে নতুনের মতো
মরচে পড়া শাওয়ারের জন্য অনেকেই সমস্যায় পড়েন। তা কিন্তু ঘরোয়া উপায়েই পরিষ্কার করা যায়। জেনে নিন সহজ ৪ নিয়ম।

কমবেশি সকলের বাড়ির স্নানঘরে শাওয়ার থাকে। আর নিয়মিত শাওয়ার ব্যবহার করতে করতে জলের ময়লা তাতে জমে যেতে পারে। সঠিকভাবে শাওয়ার পরিষ্কার না করা হলে শাওয়ারে মরচে (Rust) পড়ে যায়। এমন অবস্থায় শাওয়ার শুধু দেখতেই খারাপ লাগে না, পাশাপাশি তা থেকে জল বের হলেও সমস্যা হয়। এর জন্য খুব বেশি চিন্তার কিছু কিন্তু নেই। কয়েকটি সহজ ঘরোয়া উপায়ে মরচে পরিষ্কার করা যায়। চলুন জেনে নেওয়া যাক সেগুলি।
মরচে পড়া শাওয়ার পরিষ্কার করার ঘরোয়া উপায়:-
১) সাদা ভিনিগার ও বেকিং সোডা দিয়ে শাওয়ার নতুনের মতো চকচকে করে ফেলতে পারেন। এর জন্য লাগবে ১ কাপ সাদা ভিনিগার, সঙ্গে বেকিং সোডা ২ টেবিল চামচ, একটা পুরনো ব্রাশ / টুথব্রাশ, প্লাস্টিক ব্যাগ বা বাটি। শাওয়ার হেড খুলে নিতে পারেন। এরপর এক কাপ ভিনিগারে বেকিং সোডা মিশিয়ে নিন। তাতে শাওয়ার হেড ৩০–৪৫ মিনিট ভিজিয়ে রাখুন। পরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে মরচে পরিষ্কার করুন। শেষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার সঠিক স্থানে বসিয়ে দিন।
যদি শাওয়ার হেড না খুলতে চান, তা হলে একটা প্লাস্টিক ব্যাগে এই মিশ্রণ ঢেলে শাওয়ার হেডে বেঁধে দিন। ৩০ মিনিট রেখে দিন, তারপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন।
২) লেবুর রস ও নুন দিয়েও শাওয়ারের মরচে পরিষ্কার করা যায়। এর জন্য ১টা লেবুর রস টিপে নিন। আর লাগবে ১ চামচ নুন। নুন ও লেবুর রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এটি মরচে পড়া অংশে লাগিয়ে ২০–৩০ মিনিট রাখুন।এরপর টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। শেষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪) আলু ও ডিটারজেন্টেও শাওয়ারের মরচে তোলার কাজ হয়। আলুতে থাকে অক্সালিক অ্যাসিড, যা মরচে তুলতে সাহায্য করে। একটি কাঁচা আলু কেটে তার গায়ে লবণ বা ডিটারজেন্ট লাগান। এই আলু দিয়ে শাওয়ার হেডের মরচে অংশ ঘষে দিন। ১০–১৫ মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।
উল্লেখ্য, রোজ স্নানের সময় ব্যবহার শেষ হয়ে গেলে শাওয়ার হেডটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন। শাওয়ার শুকনো অবস্থায় রাখলে ভবিষ্যতে মরচে পড়ার সম্ভাবনা কমবে।
