Washing Machine Clean: জামাকাপড় পরিষ্কার তো হচ্ছে, আর নোংরা জমে পাহাড় ওয়াশিং মেশিন! কীভাবে সমস্যার সমাধান করবেন?
দিন দিন জামাকাপড় কাচতে কাচতে ওয়াশিং মেশিনে নোংরা জমে মাঝে মাঝে। কখনও কখনও দুর্গন্ধ বেরোয়। জীবাণুও জন্ম নেয়। বাড়িতে থাকা বেশকিছু জিনিস দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন ওয়াশিং মেশিন।

যত প্রযুক্তি উন্নত হচ্ছে, মানুষ নিজের কাজ সহজ করার জন্য নানা যন্ত্রপাতি ব্যবহার করছেন। কেমনই এক যন্ত্রপাতি ওয়াশিং মেশিন। আজকাল কর্মব্যস্ত জীবনে অনেকে জামাকাপড় পরিষ্কারের জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকেন। দিন দিন জামাকাপড় কাচতে কাচতে ওয়াশিং মেশিনে নোংরা জমে মাঝে মাঝে। কখনও কখনও দুর্গন্ধ বেরোয়। জীবাণুও জন্ম নেয়। বাড়িতে থাকা বেশকিছু জিনিস দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন ওয়াশিং মেশিন।
ওয়াশিং মেশিন পরিষ্কার করার ঘরোয়া উপায় —
কী কী লাগবে?
- সাদা ভিনিগার (White Vinegar) – জীবাণু ও দুর্গন্ধ দূর করতে পারে।
- বেকিং সোডা (Baking Soda) – ময়লা, দুর্গন্ধ শোষণ করতে সাহায্য করে।
- গরম জল – জমে থাকা ফেনা ও ময়লা সহজে ওঠায়।
- একটা পুরনো টুথব্রাশ বা কাপড় – মেশিনের ভেতরের কোণায় ঘষার জন্য।
কীভাবে পরিষ্কার করবেন?
প্রথমে ওয়াশিং মেশিনের ড্রামে ২ কাপ ভিনিগার, ১/৪ কাপ বেকিং সোডা দিন। এরপর গরম জল দিয়ে ড্রাম ভরে দিন। এরপর মেশিন চালান ১টা ফুল সাইকেল। যেন ভিতরের সব পাইপ, ড্রাম, ছাঁকনি পরিষ্কার হয়ে যায়। এ বার রাবার সিল ও দরজার কোণা পরিষ্কার করুন। দরজার রাবারের অংশ বা ঢাকনার নিচে অনেক সময় ফাংগাস জমে যায়। সেই জায়গাগুলোতে ভিনিগার লাগিয়ে টুথব্রাশ দিয়ে ঘষুন।
ডিটারজেন্ট ও ফ্যাব্রিক সফটনারের জায়গা পরিষ্কার করতে হবে। ট্রে খুলে বের করে ভিনিগারে ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তারপর তা ঘষে ধুয়ে ফেলুন। এরপর অন্তত ১ ঘণ্টা দরজা খোলা রাখুন। পরিষ্কারের পরে মেশিনের দরজা খোলা রেখে দিন যেন ভেতরটা ভাল করে শুকিয়ে যায় এবং গন্ধ না করে।
প্রতি ১৫-২০ দিনে একবার এইভাবে পরিষ্কার করলে মেশিন দীর্ঘদিন ভাল থাকে। ওয়াশিং মেশিন যাতে নোংরা না হয়, তার জন্য প্রতিবার জামা কাচার পরে দরজা কিছুক্ষণ খোলা রাখুন। খুব বেশি ডিটারজেন্ট দেবেন না। কারণ অতিরিক্ত ডিটারজেন্ট বেশি ফেনা ও ময়লা জমার অন্যতম কারণ। এ ছাড়া ফিল্টার মাসে অন্তত ১–২ বার খুলে পরিষ্কার করুন।
