Refrigerator Cleaning Tips: ফ্রিজে জমে থাকা ময়লা নিমেষে হবে সাফ, খরচ করুন মাত্র ১ টাকা!
Process of Fridge Cleaning: বেশিদিন যদি ফ্রিজ পরিষ্কার করা না হয়, তা হলে দ্রুত খারাপ হওয়ার সম্ভবনা দেখা দেয়। ফ্রিজ পরিষ্কার করার জন্য সময় তো ব্যয় করতেই হবে, কিন্তু বেশি টাকা খরচ করতে হবে না। মাত্র ১ টাকা ব্যয় করলেই চকচক করবে ফ্রিজ। এমনটা কেমন করে সম্ভব? জেনে নিন বিস্তারিত।

আজকাল কমবেশি সকলের বাড়িতেই ফ্রিজের দেখা মেলে। একবারে বেশি রান্না করে ফ্রিজে তা স্টোর করা কার্যত সকলেই অভ্যাস করে নিয়েছেন। ফ্রিজে রান্না করা মাছ, মাংস, ভাত এ সব যদি বেশিদিন রেখে দেন, তা হলে সেখান থেকে গন্ধ বেরোয়। শুধু তাই নয়, ফ্রিজের আয়ু ঠিক রাখতে হলে মাঝে মাঝেই পরিষ্কার করা জরুরি। আর বেশিদিন যদি ফ্রিজ পরিষ্কার করা না হয়, তা হলে দ্রুত খারাপ হওয়ার সম্ভবনা দেখা দেয়। ফ্রিজ পরিষ্কার (Fridge Cleaning) করার জন্য সময় তো ব্যয় করতেই হবে, কিন্তু বেশি টাকা খরচ করতে হবে না। মাত্র ১ টাকা ব্যয় করলেই চকচক করবে ফ্রিজ। এমনটা কেমন করে সম্ভব? জেনে নিন বিস্তারিত।
ফ্রিজ পরিষ্কার করার সময় বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর জন্য প্রথমেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এরপর গোটা ফ্রিজ খালি করতে হবে। অর্থাৎ ফ্রিজের ভেতর রাখা সকল জিনিস বের করে দিতে হবে। যদি রেফ্রিজারেটরের ডিপ ফ্রিজারে বরফ জমে থাকে, তা হলে সেই বরফ সরিয়ে ফেলতে হবে। এ বার হাতে তুলে নিতে হবে একটি শ্যাম্পুর পাতা। যা কিনতে খরচ হবে এক টাকা।
এ বার জানতে হবে কীভাবে ফ্রিজ পরিষ্কারে শ্যাম্পু ব্যবহার করবেন। প্রথমে একটি স্প্রে বোতলে ১ টাকার শ্যাম্পু ও জলের মিশ্রণ তৈরি করে নিতে হবে। যদি স্প্রে বোতল না থাকে, তা হলে একটি বাটিতে ওই শ্যাম্পু ও জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিতে পারেন। এ বার হাতে তুলে নিন একটি পুরনো দাঁত পরিষ্কার করার ব্রাশ। এ বার স্প্রে বোতল থেকে ওই মিশ্রণটি ফ্রিজের ভেতর স্প্রে করতে হবে। এরপর একখানা সুতির কাপড় দিয়ে ফ্রিজের ভেতরটা ভাল করে পরিষ্কার করতে হবে। মাথায় রাখবেন ফ্রিজের ভেতর পরিষ্কার করার জন্য ভুল করেও শক্ত ব্রাশ নেবেন না। তা হলে ঘষা লেগে ফ্রিজের ভিতরে স্ক্যাচ বা দাগ হয়ে যেতে পারে।
ফ্রিজের বাইরের দিকেও অনেক সময় ময়লা জমে, দাগ হয়। এখানেও ওই মিশ্রণ স্প্রে করে সুতির কাপড় দিয়ে ভাল করে মুছে পরিষ্কার করে নিতে পারেন। এরপর একখানা শুকনো কাপড় দিয়ে ফ্রিজের ভেতর ও বাইরে ভাল করে মুছে নিতে হবে। আর ফ্রিজ পরিষ্কার করার পর ১৫-২০ মিনিট তা বন্ধ রাখা ভাল। তারপর ফের সুইচ করা উচিত।
