Pigmentation: পিগমেন্টেশনের জ্বালায় মুখ লুকোচ্ছেন? রইল তা দূর করার ঘরোয়া উপায়
আজকাল মার্কেটে এমন অনেক প্রসাধনী সামগ্রী পাওয়া যায়, যা ব্যবহার করলে পিগমেন্টেশন কমানো যায়। তবে এটি দূর করতে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে ভালো ফল পাওয়া যায়।

পিগমেন্টেশন (Pigmentation) হল ত্বকে কালচে বা বাদামি দাগ। যা সাধারণত সূর্যের অতিবেগুনি রশ্মি, হরমোনের পরিবর্তন, ব্রণর দাগ বা বয়সজনিত কারণে হয়ে থাকে। অনেকে পিগমেন্টেশন/মেচেতা-র কারণে মুখ ঢেকে রাখেন। আজকাল মার্কেটে এমন অনেক প্রসাধনী সামগ্রী পাওয়া যায়, যা ব্যবহার করলে এমনটা করার প্রয়োজন আর নেই। এটি দূর করতে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে ভালো ফল পাওয়া যায়।
ঘরোয়া উপায়ে পিগমেন্টেশন দূর করার কার্যকর পদ্ধতি:
১. লেবুর রস ও মধু – লেবু প্রাকৃতিক ব্লিচ, আর মধু ত্বক নরম করে। ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু মিশিয়ে মুখে থাকা দাগের ওপর লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার করলে তফাৎ নজরে পড়বে।
২. টম্যাটো রস ও মুলতানি মাটি – টম্যাটোতে লাইকোপিন থাকে। যা ট্যান দূর করে। ১ টেবিল চামচ টম্যাটোর রসের সঙ্গে ১ টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে ফেস প্যাক বানাতে হবে। তা মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার লাগাতে পারেন।
৩. শসার রসের সঙ্গে দুধ – এটি ত্বক ঠান্ডা রাখে ও ত্বকের রঙ উজ্জ্বল করে। ২ চা চামচ শসার রস ও ১ চা চামচ কাঁচা দুধ মেশান। তুলো দিয়ে তা মুখে হওয়া মেচেতার জায়গায় লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৪. বেসন, দুধ ও হলুদ – তিনটি মিশিয়ে মাখলে ত্বক পরিষ্কার হয়,, মৃত কোষ দূর হয়। ১ টেবিলচামচ বেসন ও ১ চিমটে হলুদ এবং ২ চা চামচ কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা করে ঘষে তুলে ফেলুন। সপ্তাহে ২–৩ দিন লাগাতে পারেন।
৫. আলুর রস – পিগমেন্টেশন ও কালো দাগ হালকা করতে পারে। কাঁচা আলু কেটে পাতলা স্লাইস করুন। তা দিয়ে পিগমেন্টেশন থাকা জায়গায় ঘষুন ৫ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
