AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship: চির ধরেছে ১২ বছরের সম্পর্কে? কীভাবে তাকে ঠিক করা যায়?

Relationship Advice: সম্পর্ক মানেই অনেক স্মৃতি, অভ্যেস, ভালোবাসা, ত্যাগ ও বন্ধন। এই দীর্ঘ সময়ের মধ্যে সুখ-দুঃখ, চড়াই-উতরাই, লড়াই-সহনশীলতা—সব কিছুই থাকে। কিন্তু যদি এমন হয় যে সেই সম্পর্কেই একদিন চির ধরে, ভেঙে যেতে বসে দীর্ঘদিনের গড়ে তোলা বিশ্বাসের দেওয়াল, তখন সেটা নিঃসন্দেহে কষ্টকর।

Relationship: চির ধরেছে ১২ বছরের সম্পর্কে? কীভাবে তাকে ঠিক করা যায়?
| Updated on: Jul 31, 2025 | 11:39 PM
Share

সম্পর্ক মানেই অনেক স্মৃতি, অভ্যেস, ভালোবাসা, ত্যাগ ও বন্ধন। এই দীর্ঘ সময়ের মধ্যে সুখ-দুঃখ, চড়াই-উতরাই, লড়াই-সহনশীলতা—সব কিছুই থাকে। কিন্তু যদি এমন হয় যে সেই সম্পর্কেই একদিন চির ধরে, ভেঙে যেতে বসে দীর্ঘদিনের গড়ে তোলা বিশ্বাসের দেওয়াল, তখন সেটা নিঃসন্দেহে কষ্টকর। তবে সম্পর্ক মানেই টেকার লড়াই, আর সেই লড়াই চালিয়ে যেতে হলে দরকার সচেতন প্রচেষ্টা ও আন্তরিকতা।

১. কথা বলুন—খোলাখুলি ও নিঃসংকোচে সমস্যা যত পুরনোই হোক, সমাধান শুরু হয় কথোপকথন দিয়ে। আপনার সঙ্গীর সঙ্গে নির্জনে, শান্তভাবে কথা বলুন। কী কারণে দূরত্ব তৈরি হয়েছে, কে কী অনুভব করছে—তা জানার চেষ্টা করুন। অভিযোগ নয়, বরং বুঝতে চাওয়ার মনোভাব রাখুন।

২. দোষারোপ নয়, আত্মসমালোচনা করুন সম্পর্কে ফাটল ধরলে অনেকেই পার্টনারকে দোষারোপ করেন। কিন্তু মনে রাখতে হবে, কোনও সম্পর্ক একপাক্ষিকভাবে ভাঙে না। নিজেও কোথায় ভুল করেছেন, তা ভাবুন। ক্ষমা চাইতে দ্বিধা করবেন না—সত্যিকারের অনুশোচনা অনেক সমস্যার প্রতিকার।

৩. পুরোনো সময়কে মনে করুন একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করান নিজেকেও, সঙ্গীকেও। কী ভাবে একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ ছিলেন, তা অনুভব করান। পুরনো ছবি, চিঠি, মেসেজ বা জায়গা একসঙ্গে ঘোরার অভিজ্ঞতা নতুন করে আবেগ জাগাতে পারে।

৪. সময় দিন, কিন্তু ছেড়ে দেবেন না একটি সম্পর্ক যখন ভাঙনের পথে, তখন কিছু সময়-দূরত্ব দরকার হতে পারে। তবে এই সময়টা যেন একেবারে বিচ্ছিন্নতা না হয়। স্পেস দিন, কিন্তু সম্পর্কের আস্থার সুতাটি ধরে রাখুন। “আমি আছি” এই বার্তাটা সঙ্গীকে বুঝিয়ে দিন।

৫. একসঙ্গে কাউন্সেলিং-এর কথা ভাবুন যদি দেখেন সমস্যাগুলো গভীর মানসিক পর্যায়ে পৌঁছেছে—বিশ্বাসভঙ্গ, দীর্ঘকালীন হতাশা বা অবিশ্বাস—তবে কোনও দক্ষ রিলেশনশিপ কাউন্সেলরের সাহায্য নিতে পারেন। তৃতীয় পক্ষের দৃষ্টিভঙ্গি অনেক সময় চমৎকার কাজ করে।

৬. ছোট ছোট খুশির উপহার দিন চির ধরার পর পরস্পরকে খুশি করার উদ্যোগ নিন। ছোট উপহার, একটি ভালোবাসার চিঠি, প্রিয় খাবার রান্না করে খাওয়ানো—এই ছোট জিনিসগুলো আবার সম্পর্কের মাটিতে জল দিতে পারে।