Makeup Tips: সারাদিনে প্যান্ডেল হপিংয়ের সময় মেকআপ ঠিক রাখবেন কীভাবে?
Makeup Hacks: সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকলে ত্বক ক্লান্ত, ফ্লোয়ারিশ কমে যায় এবং মেকআপ পেছনে পড়ে। তবে কিছু সহজ স্কিনকেয়ার ও মেকআপ রুটিন মেনে চললে সারাদিন ফ্রেশ লুক ধরে রাখা সম্ভব।

দুর্গাপূজো মানেই প্যান্ডেল হপিং, ভিড়, রোদ, ঘাম আর নানা মেকআপ। সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকলে ত্বক ক্লান্ত, ফ্লোয়ারিশ কমে যায় এবং মেকআপ পেছনে পড়ে। তবে কিছু সহজ স্কিনকেয়ার ও মেকআপ রুটিন মেনে চললে সারাদিন ফ্রেশ লুক ধরে রাখা সম্ভব।
প্রাইমার
প্যান্ডেল হপিংয়ের আগে মুখ ধুয়ে হালকা ময়শ্চারাইজার লাগান। এরপর প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার ত্বককে সমান করে মেকআপকে দীর্ঘস্থায়ী করে তোলে এবং অতিরিক্ত ঘাম ও তেল নিয়ন্ত্রণে রাখে।
হালকা ও লং-লাস্টিং মেকআপ
ফাউন্ডেশন: ভারী ফাউন্ডেশনের বদলে টিন্টেড ময়শ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহার করুন। এটি হালকা হয়, ত্বক শ্বাস নেয় এবং সারাদিন ফ্রেশ দেখায়।
কনসিলার: চোখ ও মুখের ডার্ক সার্কেল ঢাকা সহজ হয়।
পাউডার: ফাউন্ডেশন সিট করানোর জন্য হালকা সেটিং পাউডার লাগান।
আইমেকআপের টিপস
চোখের জন্য ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা ব্যবহার করুন। এতে ঘাম বা পানি হলেও চোখের মেকআপ ঝাপসা হবে না। চোখের পলকে হালকা নিউট্রাল আইশ্যাডো ব্যবহার করুন, যা সারাদিন টিকে থাকে।
ঠোঁটের যত্ন
ম্যাট লিপস্টিক অনেকদিন থাকে, তবে খাওয়ার সময় রিমুভ হয়ে যেতে পারে। তাই সঙ্গে লিপ টিন্ট বা লিপ বাম রাখুন। এটি মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা রাখে।
ফেস সেটিং স্প্রে
মেকআপ শেষ হলে হালকা ফেস সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপকে সারাদিন স্থায়ী রাখে এবং ত্বককে সতেজ রাখে।
স্কিন হাইড্রেশন
প্যান্ডেল হপিংয়ে ত্বক দ্রুত শুষ্ক ও ক্লান্ত হয়। সঙ্গে ছোট জলের বোতল রাখুন। মিনারেল ওয়াটার বা মিস্ট স্প্রে দিয়ে দিনে কয়েকবার মুখে ছিটিয়ে দিন। এটি ঠান্ডা রাখে এবং ফ্রেশ লুক আনে।
ব্লটিং পেপার ব্যবহার
ঘাম বা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখতে ব্লটিং পেপার সঙ্গে রাখুন। এটি ত্বকের তেল শোষণ করে এবং মেকআপ পুনঃস্থাপন ছাড়াই মুখকে সতেজ রাখে।
হালকা ব্যাকআপ কিট
প্যান্ডেল হপিংয়ে যেকোনো সময় ফ্রেশ হওয়ার জন্য ছোট মিনি মেকআপ কিট রাখুন। এতে থাকবে লিপ বাম, ব্লটিং পেপার, পাউডার এবং ছোট আয়লিনার।
সানস্ক্রিন ব্যবহার
রোদে দীর্ঘ সময় থাকলে ত্বক ক্লান্ত ও ডার্ক সার্কেল দেখা দিতে পারে। তাই ব্রড স্পেকট্রাম SPF 30 বা তার বেশি সানস্ক্রিন লাগানো জরুরি।
