AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Home Safety: পুজোয় ঘুরতে যাচ্ছেন? ফাঁকা বাড়ি নিরাপদ রাখতে হলে মেনে চলুন এই নিয়ম

Lifestyle Tips: পুজোয় অনেকেই সারাদিনের নামে বেরিয়ে পড়েন। কেউ কেউ আবার রওনা দেন হাওয়া বদল করতে। এই সময় অনেকেরই বাড়ি একেবারে ফাঁকা। অসৎ লোকে ঠিক এই সুযোগটার অপেক্ষায় থাকে। তাই বাড়িকে সুরক্ষিত রাখতে হলে আগে থেকে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। রইল সেই টিপস।

Home Safety: পুজোয় ঘুরতে যাচ্ছেন? ফাঁকা বাড়ি নিরাপদ রাখতে হলে মেনে চলুন এই নিয়ম
| Updated on: Sep 28, 2025 | 7:11 PM
Share

পুজোয় অনেকেই সারাদিনের নামে বেরিয়ে পড়েন। কেউ কেউ আবার রওনা দেন হাওয়া বদল করতে। এই সময় অনেকেরই বাড়ি একেবারে ফাঁকা। অসৎ লোকে ঠিক এই সুযোগটার অপেক্ষায় থাকে। তাই বাড়িকে সুরক্ষিত রাখতে হলে আগে থেকে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। রইল সেই টিপস।

দরজা-জানালার লক ভালো করে পরীক্ষা করুন

বাড়ি ফাঁকা করার আগে সব দরজা ও জানালার লক ভালো করে লাগান। ডাবল লক সিস্টেম ব্যবহার করুন। বিশেষ করে প্রধান দরজা, বারান্দা ও গ্যারেজের লক একাধিকবার চেক করুন। পুরোনো বা নড়বড়ে লক থাকলে আগে থেকেই নতুন লক লাগিয়ে নিন।

ডিজিটাল সিকিউরিটি ব্যবহার করুন

আজকাল অনেকেই সিসিটিভি ক্যামেরা বা স্মার্ট ডোর লক ব্যবহার করেন। এগুলো অনলাইনে মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায়। বাড়ি ফাঁকা থাকলেও আপনি দূর থেকেই নজরদারি করতে পারবেন। দরজার বাইরে মোশন সেন্সর লাইট থাকলে চোর ঢুকতে সাহস পায় না।

প্রতিবেশীর সাহায্য নিন

যদি বাড়ি পুরোপুরি ফাঁকা রাখতে হয়, তবে কাছের বিশ্বাসযোগ্য প্রতিবেশী বা আত্মীয়কে জানিয়ে যান। তাদের অনুরোধ করুন যেন অন্তত দিনে একবার বাড়ির চারপাশে খোঁজ নেন। এতে চোরেরা বুঝতে পারে বাড়ি পুরোপুরি ফাঁকা নয়।

অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স বন্ধ করুন

ঘর ফাঁকা রাখার আগে ফ্যান, লাইট, টিভি বা গিজারের প্লাগ খুলে দিন। এতে অগ্নিকাণ্ড বা শর্ট সার্কিটের ঝুঁকি কমবে। তবে বাড়ির সামনে বা বারান্দায় একটি টাইমার লাইট ব্যবহার করলে বাইরে থেকে বোঝা যাবে না যে বাড়ি একেবারে খালি।

গোপনীয়তা বজায় রাখুন

সোশ্যাল মিডিয়ায় ‘বাড়ি ফাঁকা রেখে প্যান্ডেল হপিংয়ে যাচ্ছি’ বা ‘ট্রিপে আছি’ এমন পোস্ট করবেন না। এগুলো অচেনা লোকের কাছেও পৌঁছে যেতে পারে, যা বিপদ ডেকে আনতে পারে।

টাকার ও গয়নার নিরাপত্তা

বাড়িতে অনেক টাকাপয়সা বা গয়না রেখে যাবেন না। সেগুলো ব্যাংকের লকারে রাখুন। প্রয়োজনে বাড়ির মধ্যে লকার বা সেফ ব্যবহার করুন, যা ভেঙে নেওয়া কঠিন।

বাইরে থেকে বাড়ির চেহারা স্বাভাবিক রাখুন

দীর্ঘদিনের জন্য বাইরে গেলে বাড়ির জানালা সম্পূর্ণ বন্ধ না করে কিছুটা খোলা রাখুন, বা পর্দা আগের মতোই রেখে দিন। এতে বাইরে থেকে বোঝা যাবে না যে বাড়ি ফাঁকা। চাইলে একজন পরিচিতকে অনুরোধ করতে পারেন, যেন মাঝে মাঝে বাড়ির সামনে লাইট জ্বালিয়ে দেন।

জরুরি নম্বর হাতের কাছে রাখুন

প্রয়োজনে পুলিশের হেল্পলাইন নম্বর বা স্থানীয় থানার নম্বর লিখে রাখুন। সন্দেহজনক কিছু হলে প্রতিবেশীকে বলুন পুলিশে খবর দিতে।