AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lipstick Wearing Tips: খাওয়ার পরেও লিপস্টিক থাকবে ঘন্টার পর ঘন্টা অবিকল এক! শুধু মানতে হবে এই টিপস

Beauty Tips: অনেকেই চান তাঁদের লিপস্টিক যেন ঘণ্টার পর ঘণ্টা একই রকম উজ্জ্বল থাকে। কিন্তু কীভাবে তা সম্ভব হবে? কিছু সহজ কৌশল মেনে চললে লিপস্টিক দীর্ঘক্ষণ টিকে থাকবে, ঠোঁটও দেখাবে আরও আকর্ষণীয়।

Lipstick Wearing Tips: খাওয়ার পরেও লিপস্টিক থাকবে ঘন্টার পর ঘন্টা অবিকল এক! শুধু মানতে হবে এই টিপস
| Updated on: Sep 13, 2025 | 5:19 PM
Share

লিপস্টিক অনেক সময়ই খুব অল্পতেই মুছে যায়, বিশেষ করে খাওয়া-দাওয়া, জলপান বা ঘাম হলে। ফলে সাজগোজের পূর্ণতা নষ্ট হয়ে যায়। তাই অনেকেই চান তাঁদের লিপস্টিক যেন ঘণ্টার পর ঘণ্টা একই রকম উজ্জ্বল থাকে। কিন্তু কীভাবে তা সম্ভব হবে? কিছু সহজ কৌশল মেনে চললে লিপস্টিক দীর্ঘক্ষণ টিকে থাকবে, ঠোঁটও দেখাবে আরও আকর্ষণীয়। রইল সেই টিপস —

১. ঠোঁটের সঠিক প্রস্তুতি

লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ভালোভাবে এক্সফোলিয়েট করা জরুরি। শুষ্ক বা খসখসে ঠোঁটে লিপস্টিক ঠিকভাবে বসে না, দ্রুত উঠে যায়। সপ্তাহে দু’বার হালকা লিপ স্ক্রাব ব্যবহার করুন অথবা ঘরে বানানো চিনি-মধুর মিশ্রণ দিয়েও ঠোঁট এক্সফোলিয়েট করতে পারেন। এরপর ভালো মানের লিপ বাম লাগিয়ে ঠোঁটকে নরম ও আর্দ্র রাখুন। তবে লিপস্টিক দেওয়ার আগে অতিরিক্ত বাম টিস্যু দিয়ে মুছে ফেলতে ভুলবেন না।

২. লিপ প্রাইমার ব্যবহার

যেভাবে মেকআপের আগে প্রাইমার দেওয়া হয়, ঠোঁটের ক্ষেত্রেও লিপ প্রাইমার ব্যবহার করা যেতে পারে। এটি ঠোঁটের উপর একটি মসৃণ বেস তৈরি করে, ফলে লিপস্টিক দীর্ঘক্ষণ টেকে এবং ছড়িয়ে যায় না। প্রাইমার না থাকলে অল্প কনসিলার বা ফাউন্ডেশনও ব্যবহার করতে পারেন।

৩. লিপ লাইনার

লিপ লাইনার শুধু ঠোঁটের আকার সুন্দরভাবে ফুটিয়ে তোলে না, বরং লিপস্টিককে টিকিয়ে রাখতেও সাহায্য করে। প্রথমে ঠোঁটের বাইরের রেখা আঁকুন, তারপর পুরো ঠোঁট লিপ লাইনার দিয়ে ভরে দিন। এর উপর লিপস্টিক লাগালে রং অনেকক্ষণ ধরে থাকবে।

৪. সঠিক লিপস্টিকের ধরন

সব ধরনের লিপস্টিক সমান সময় টেকে না। ক্রিমি বা গ্লসি লিপস্টিক সহজেই উঠে যায়, কিন্তু ম্যাট ফিনিশ লিপস্টিক তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হয়। তাই যদি চান অনেকক্ষণ রং অটুট থাকুক, তবে লং-লাস্টিং ম্যাট লিপস্টিক বেছে নিন।

৫. লেয়ারের কৌশল

একবারে অনেকটা লিপস্টিক লাগানোর বদলে ছোট ছোট লেয়ারে লাগানো ভালো। প্রথম লেয়ারের পর টিস্যু দিয়ে হালকা চেপে নিন, তারপর আবার একটি লেয়ার লাগান। এভাবে করলে রং অনেক বেশি সময় ধরে টিকে থাকে।

৬. পাউডার সেটিং

লিপস্টিকের উপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার চাপা দেওয়া একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল। লিপস্টিক লাগানোর পর টিস্যু ঠোঁটের উপর রেখে তার উপর ব্রাশ দিয়ে সামান্য পাউডার দিন। এতে লিপস্টিক সেট হয়ে যাবে এবং টিকে থাকবে দীর্ঘক্ষণ।