Tan Removal Tips: পার্লারে যেতে হবে না, মাত্র ৭ দিনে এভাবে তুলে ফেলুন ১ বছরের ট্যান!
Tan Removal Tips: ত্বকের অনিয়মিত রঙ, শুষ্কভাব এবং দাগছোপ থেকে বাঁচতে চাইলে ত্বকের যত্ন অত্যন্ত জরুরি। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে স্যাঁলো ট্রিটমেন্ট করান। কিন্তু বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়। যা সকলের সাধ্যের মধ্যেও থাকে না। তাই ট্যান দূর করতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু উপাদানেই। কী সেই টোটকা?

সান কিসড ছবি তুলতে কার না ভাল লাগে। তবে সান কিসড ব্যপারটা ওই ছবি পর্যন্ত ভাল লাগে। কারণ বাস্তবে সূর্য্যিমামার বেশি আদরে পুড়ে ছাড়খার হতে পারে আপনার ত্বক। বিশেষ করে রোজের রোদেপুড়ে কাজ যাঁদের তাদের জন্য সমস্যা আরও বেশি। আমাদের শরীরের যে অংশ খোলা থাকে, যেমন হাত-পা, মুখে ট্যান পড়ে ভর্তি হয়। সেই ট্যানকে তুলে নিজের ত্বকের স্বাভাবিক রং ফিরে পাওয়া সোজা কথা নয়।
ত্বকের অনিয়মিত রঙ, শুষ্কভাব এবং দাগছোপ থেকে বাঁচতে চাইলে ত্বকের যত্ন অত্যন্ত জরুরি। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে স্যাঁলো ট্রিটমেন্ট করান। কিন্তু বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়। যা সকলের সাধ্যের মধ্যেও থাকে না। তাই ট্যান দূর করতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কিছু উপাদানেই। কী সেই টোটকা?
লেবু ও মধুর মাস্ক:
উজ্জ্বল ত্বকের জন্য লেবু-মধুর মাস্ক অত্যন্ত কার্যকর। লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান আর মধু ত্বকে আর্দ্রতা জোগায়। ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার তা ট্যানযুক্ত স্থানে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩–৪ বার এই পদ্ধতি মানলেই হবে।
দই ও বেসনের প্যাক:
এক্সফোলিয়েশনের জন্য অত্যন্ত কার্যকর দই এবং বেসনের প্যাক। দই ত্বক উজ্জ্বল করে আর বেসন মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে। ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই ও এক চিমটে হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। তা ট্যানযুক্ত জায়গায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঘষে ঘষে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই কাজ করলেই হবে।
টমেটোর পাল্প:
ত্বকের লালচেভাব ও ট্যান কমাতে টমেটোতে থাকা লাইকোপিন অত্যন্ত কার্যকর। ত্বককেও ঠান্ডা করে। টমেটো ব্লেন্ড করে পাল্প তৈরি করে সরাসরি লাগান ত্বকে। ১৫–২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দ্রুত ফল পেতে প্রতিদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।
আলুর রস:
দাগছোপ ও হাইপারপিগমেন্টেশন হালকা করতে অব্যর্থ আলু। আলুতে রয়েছে প্রাকৃতিক ডি-ট্যান উপাদান যা দাগ হালকা করে। আলু কুরিয়ে তা থেকে রস বের করে তুলোয় করে লাগান। শুকিয়ে গেলে আবার ধুয়ে ফেলুন। টানা এক সপ্তাহ এই কাজ করে দেখুন, ফল পাবেন হাতে না হাতে।
অ্যালোভেরা এবং হলুদ:
রাতের ত্বকচর্চা অত্যন্ত প্রয়োজনীয় এই দুই উপাদান। অ্যালোভেরা ত্বকের উপর থেকে সূর্যের প্রভাব কমায়। হলুদ ত্বক উজ্জ্বল করে। টাটকা অ্যালোভেরা জেল এবং এক চিমটে হলুদ মিশিয়ে নিয়ে হালকা হাতে মালিশ করুন ত্বকে। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন। টানা ১৪ দিন এই কাজ করলেই তফাত চোখে পড়বে।
ওটমিল এবং দুধের স্ক্রাব:
মৃদু ডিট্যানিং-এর জন্য অত্যন্ত কার্যকর ওটমিল। ওটমিল মৃত কোষ তুলে দেয় আর দুধ ত্বক পুষ্ট ও উজ্জ্বল করে। ২ টেবিল চামচ ওটমিলের সঙ্গে প্রয়োজন মতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। গোল গোল করে ঘষে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই কাজ করলেই হবে।
