Make Up Tips: কীভাবে বেছে নেবেন সঠিক ফাউন্ডেশন? ভুল হলেই পুরো মেকআপ মাটি!
How to select Foundation: পুজো মানেই নতুন পোশাক, সাজগোজ আর উৎসবের আনন্দে নিজেকে ঝলমলে করে তোলা। এই সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মেকআপ। আর মেকআপের বেস ঠিকঠাক না হলে পুরো লুকটাই ফিকে হয়ে যায়।

শারদোৎসবের আবহ ঘনিয়ে এসেছে। সামনে দুর্গাপুজো। আর পুজো মানেই নতুন পোশাক, সাজগোজ আর উৎসবের আনন্দে নিজেকে ঝলমলে করে তোলা। এই সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মেকআপ। আর মেকআপের বেস ঠিকঠাক না হলে পুরো লুকটাই ফিকে হয়ে যায়। তাই ফাউন্ডেশন বাছাই করার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। নিজের স্কিন টোন ও আন্ডারটোনের সঙ্গে মানানসই শেড বেছে নিতে পারলেই মেকআপে আসবে নিখুঁত ফিনিশ। কিন্তু কীভাবে বুঝবেন কোন ফাউন্ডেশন আপনার জন্য একেবারে পারফেক্ট? কিছু সহজ নিয়ম মেনে চললেই মিলবে উত্তর।
ফাউন্ডেশন অনেকটা ক্যানভাসের প্রাইমারের মতো—মেকআপের সৌন্দর্য ফুটে ওঠে তার সঠিক শেড বেছে নিলে। ভুল রং ব্যবহার করলে মুখ ধবধবে বা ম্লান দেখাতে পারে। তাই নিজের স্কিন টোন ও আন্ডারটোন বুঝে ফাউন্ডেশন বেছে নেওয়া খুব জরুরি।
ধাপে ধাপে ফাউন্ডেশন বেছে নেওয়ার উপায়
- ১. নিজের স্কিন টোন চিনুন
ফেয়ার (উজ্জ্বল), মিডিয়াম (গমগমে) ও ডাস্কি (শ্যামলা/গাঢ়) — নিজের স্কিন টোন চিনে নিয়ে ফাউন্ডেশন বাছতে হবে।
- ২. আন্ডারটোন নির্ধারণ করুন
আন্ডারটোন মানে ত্বকের ভেতরের হালকা রং। কুল, ওয়ার্ম ও নিউট্রাল এই তিন আন্ডারটোন হয়। সেটাও দেখে নেওয়া জরুরি।
- ৩. টেস্টিং সঠিক জায়গায় করুন
হাত বা গলায় নয়, জ-লাইন (Jawline)-এ ফাউন্ডেশনের শেড টেস্ট করুন। যে শেডটি গায়ের সঙ্গে মিশে যায়, সেটাই পারফেক্ট ম্যাচ।
- ৪. আলোকে গুরুত্ব দিতে হবে
শুধু দোকানের লাইটে বা ছবি দেখে নয়, প্রাকৃতিক আলোতেও ফাউন্ডেশন টেস্ট করতে হবে।
- ৫. মরসুমের কথা মাথায় রাখুন
গ্রীষ্মে রোদে ত্বক সামান্য ট্যান হয়ে যায়, শীতে আবার ফর্সা দেখাতে পারে। তাই মরসুমভেদে হালকা-গাঢ় দুই শেডের ফাউন্ডেশন রাখাই ভাল।
- ৬. ফিনিশিং কেমন হবে?
অয়েলি স্কিনের জন্য বেছে নিন ম্যাট ফিনিশ। ড্রাই স্কিনে ডিউই/গ্লোই ফিনিশ ব্যবহার করলে ফ্রেশ লুক মেলে। সব স্কিন টাইপে ন্যাচারাল লুক পেতে সাটিন ফিনিশ প্রয়োজন।
মাথায় রাখবেন: ফাউন্ডেশন এক শেড হালকা নিলে মুখ সাদা দেখাবে, আবার গাঢ় নিলে ম্লান লাগবে। যদি প্রয়োজন হয়, তা হলে ফাউন্ডেশনের দুটো শেড মিশিয়ে নিজের পারফেক্ট ম্যাচ তৈরি করতে পারেন।
