Rose Petals: গোলাপের পাপড়ি দিয়ে নিন ত্বকের যত্ন, ঘরে বসেই পান স্পা-এর মতো অনুভূতি
Skin Care: প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় গোলাপ ব্যবহৃত হয়ে আসছে। গোলাপের পাপড়িতে আছে ভিটামিন এ, সি, ই এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে করে সতেজ, আর্দ্র ও উজ্জ্বল। ত্বকের যত্নে কেমিক্যালের ভিড়ে একেবারে প্রাকৃতিক সমাধান চাইলে গোলাপের পাপড়িই যথেষ্ট।

গোলাপের পাপড়ি দিয়ে নিন ত্বকের যত্ন, ঘরে বসেই পান স্পায়ের মতো অনুভূতিImage Credit: Pinterest, Canva
সৌন্দর্যের কথা উঠলেই প্রথমে মনে আসে গোলাপ। শুধু রূপকথার ফুল নয়, গোলাপের পাপড়ি কিন্তু আপনার ত্বকের প্রাকৃতিক কেয়ার-টুলও। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় গোলাপ ব্যবহৃত হয়ে আসছে। গোলাপের পাপড়িতে আছে ভিটামিন এ, সি, ই এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে করে সতেজ, আর্দ্র ও উজ্জ্বল। দৈনন্দিন জীবনে একটু সময় দিলেই গোলাপের পাপড়ি আপনার স্কিনকে এনে দেবে একেবারে রেড-কার্পেট রেডি লুক।
এবার দেখে নিন, কীভাবে গোলাপের পাপড়ি ব্যবহার করবেন—
- টোনার হিসেবে গোলাপ জল – গোলাপের পাপড়ি জলে সেদ্ধ করে ঠান্ডা হলে ছেঁকে নিন। প্রতিদিন মুখ ধোয়ার পর তুলোয় ভিজিয়ে লাগান। ত্বক থাকবে টাটকা ও টানটান।
- উজ্জ্বলতার জন্য ফেসপ্যাক – বাটা গোলাপের পাপড়ির সঙ্গে দই বা মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে মোলায়েম ও গ্লোয়িং।
- ডার্ক সার্কেল কমাতে -গোলাপের পেস্টে সামান্য দুধ মিশিয়ে তুলোয় ভিজিয়ে চোখের নীচে রাখতে হবে। ক্লান্তি, ফোলা ভাব ও কালো দাগ কমাতে দারুণ কাজ করে।
- প্রাকৃতিক এক্সফোলিয়েটর – শুকনো গোলাপের পাপড়ি গুঁড়ো করে চিনি ও নারকেল তেলের সঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। ত্বকের মৃত কোষ দূর করে এনে দেবে মসৃণতা।
- ব্রণ ও দাগ হালকা করতে – গোলাপের পাপড়ির পেস্টে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগান। ব্রণ শুকোতে সাহায্য করবে এবং দাগ কমাবে।
- নরম গোলাপি ঠোঁটের জন্য – গোলাপের পাপড়ি দুধে ভিজিয়ে রেখে বেটে নিন। ঠোঁটে লাগালে ঠোঁট হবে নরম, আর্দ্র ও হালকা গোলাপি।
ত্বকের যত্নে কেমিক্যালের ভিড়ে একেবারে প্রাকৃতিক সমাধান চাইলে গোলাপের পাপড়িই যথেষ্ট। নিয়মিত ব্যবহার করলে শুধু উজ্জ্বলতা নয়, ত্বকে আসবে এক নতুন প্রাণশক্তি।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
