Sourav Ganguly: বাটারের চেয়ে সুগার প্রিয়! সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে অভিমানের ছবি…
Sourav Ganguly Family: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি একটি দর্শনীয় স্থানও বলা যায়। বহু সেলিব্রিটিই এসেছেন। একটা সময় সচিনের মতো তাঁর বাকি সতীর্থরা নিয়মিতই আসতেন। বলিউড তারকা আমির খানের সেই আসাও কেউ ভোলেননি। সৌরভের পরিবারে কি অভিমানের পর্ব?
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। ভারতীয় ক্রিকেটের আইকন। বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার কাছে আবেগও। তাঁর কেরিয়ার, পরিবার অজানা তথ্যে আগ্রহ এবং কৌতুহলও অনেক বেশি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি একটি দর্শনীয় স্থানও বলা যায়। বহু সেলিব্রিটিই এসেছেন সৌরভের বাড়িতে। একটা সময় সচিনের মতো তাঁর বাকি সতীর্থরা নিয়মিতই আসতেন। বলিউড তারকা আমির খানের সেই আসাও কেউ ভোলেননি। সৌরভের পরিবারে কি অভিমানের পর্ব?
সোশ্য়াল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির দৃশ্য। বসে রয়েছেন সৌরভের মা। অন্যদিকে ডোনা গঙ্গোপাধ্যায়। বিখ্যাত নৃত্যশিল্পী তথা সৌরভের স্ত্রী ডোনার পাশেই একটি ল্যাব্রেডর। তার নাম সুগার। ডোনা তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। আদরে ভরিয়ে দিচ্ছেন। আর অন্য দিকে ছোট্ট বাটার। টেবিলের তলায় ঘুরছিলেন। সৌরভের মা বাটারকে ডাকছেন। কিন্তু সেদিকে গেলই না বাটার।
ডোনা তখনও আদর করে যাচ্ছেন সুগারকেই। আর বাটার তাঁর কাছ দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে সোফার নিচে ঢুকে গেল। আবার বাইরেও বেড়িয়ে আসে। মা সুগারের থেকে যেন একইরকম আদর চাইছিল বাটার। কিন্তু তার মন খারাপ। সুগারও চুপ করে বসে। অভিমানেই বাটার যেন আবার সোফার নিচে। ভিডিয়োতে অবশ্য নানা রকমের কমেন্টই এসেছে সৌরভের বাড়ির পোষ্যকে নিয়ে।