শুধুমাত্র লুক চেঞ্জ নাকি চুলের নির্দিষ্ট সমস্যায় স্মুদনিং করা প্রয়োজন?

রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে। চুলের স্টাইল বদলে ফেলে চটজলদি নতুন লুক পেতে পারেন আপনি।

শুধুমাত্র লুক চেঞ্জ নাকি চুলের নির্দিষ্ট সমস্যায় স্মুদনিং করা প্রয়োজন?
চুল স্মুদনিং
Follow Us:
| Updated on: Feb 13, 2021 | 4:25 PM

রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে। নিশ্চয়ই আজ থেকেই আপনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে? কিন্তু হাতে সময় বেশ কম। তার মধ্যেই চাই মেকওভার। চুলের স্টাইল বদলে ফেলে চটজলদি নতুন লুক পেতে পারেন আপনি। এই আইডিয়াটা আগে ভাবেননি তো? কোনও চিন্তা নেই। আমরা আপনার আজকের বিউটি রুটিন সাজিয়ে দিচ্ছি। চুল স্মুদনিং করিয়ে নিতে পারেন। এখনই অ্যাপয়নমেন্ট নিন। পার্লারে কাটিয়ে আসুন আজকের সন্ধে।

চুল স্মুদনিং তো করবেন। তবে এই বিষয়টা কী? আদৌ কি আপনার চুল স্মুদনিং করানোর প্রয়োজন, নাকি শুধুমাত্র লুক চেঞ্জের অপশন হিসেবেই স্মুদনিং? জেনে রাখা ভাল, চুল স্মুদনিং একটি রাসায়নিক প্রক্রিয়া। এর মাধ্যমে আয়রন দিয়ে চুলের গঠন পরিবর্তন করে দেওয়া হয়। দু-ধরনের স্মুদনিং হয়- ব্রাজিলিয়ান ব্লো-আউট এবং কেরাটিন ট্রিটমেন্ট। মূলত লুক চেঞ্জ করার জন্য স্মুদনিং করেন অনেকেই। ঠিক যেমন আজ আপনি লুক বদলে ফেলার জন্যই ট্রাই করছেন। তবে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে চুল পড়ার সমস্যা বাড়বে, এ কথা সবক্ষেত্রেই যে সত্যি, এমনটা নয়। কিন্তু রূপ বিশেষজ্ঞদের একাংশের মতে, শুধুমাত্র লুক চেঞ্জ নয়। প্রয়োজন বুঝে চুল স্মুদনিং করুন।

কখন আপনার চুল স্মুদনিং করা প্রয়োজন?

১) রোজ পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হয়? চুল রুক্ষ হয়ে যাচ্ছে? কিছুতেই সামলাতে পারছেন না? তাহলে উপায় একটাই- ‘চুল স্মুদনিং’।

২) চুল স্বাবাভিক ভাবেই নরম এবং সোজা দেখাতে হলে চুল স্মুদনিং করতেই হবে আপনাকে।

৩) চুলের পুষ্টির জন্য আপনি কেরাটিন ট্রিটমেন্ট করাতে পারেন। তাতে চুল দেখতে অনেকটা বেশি চকচকে লাগবে।

৪) চুলের সব ভাঙন এবং ফাটার সমাধানে ম্যাজিকের মতো কাজ করে এই ট্রিটমেন্টে।

৫) চুল বেশি ঝরলেও, উপায়ের একটাই রাস্তা ‘চুল স্মুদনিং’।