দেখতে দেখতে ২০২৪ সাল শেষ। ২০২৫ সালকে প্রায় হাসিমুখেই স্বাগত জানিয়েছেন সকলে। এই বছরের জানুয়ারি মাসে বেশ কিছু মহাজাগতিক ঘটনা (Astronomical Events) ঘটতে চলেছে। জানুয়ারির ১০ তারিখের মধ্যেই তিনটি এমন বিরল ঘটনা ঘটতে চলেছে, যা সকলকে চমকে দেওয়ার মতো। প্রথমত, ৩ জানুয়ারি এক বিশেষ দৃশ্য দেখা যাবে আকাশে। দ্বিতীয় ৪ জানুয়ারি সূর্যের কাছে পৌঁছে যাবে পৃথিবী। আর জানুয়ারির তৃতীয় মহাজাগতিক ইভেন্ট হবে ১০ জানুয়ারি।
আজ, ১ জানুয়ারি। একদিন পর অর্থাৎ ৩ জানুয়ারি হবে মিটিওর শাওয়ার (Meteor shower) অর্থাৎ উল্কাবৃষ্টি। যেখানে প্রতি ঘন্টায় আকাশ থেকে ঝরে পড়বে ৪০টিরও বেশি উল্কা। এই উল্কাবৃষ্টি ৩ ও ৪ জানুয়ারি ২ দিনই দেখা যাবে। ভারতেও এটি দৃশ্যমান হবে। তবে ঘন অন্ধকার থাকলেই তা দেখা যাবে।
৪ জানুয়ারি হবে আর এক মহাজাগতিক ঘটনা। সেই দিন পৃথিবী পেরিহিলিয়ন সাইটে পৌঁছে যাবে। পেরিহিলয়নের অর্থ এই দিন পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের সবচেয়ে কাছে পৌঁছে যাবে। পৃথিবীর কক্ষপথের সেই বিন্দু হল পেরিহিলিয়ন, যেখানে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। যার ফলে এই দিন পৃথিবীতে ঠান্ডা খবুই কম হবে।
৩ ও ৪ জানুয়ারির পর এ মাসের তৃতীয় মহাজাগতিক ঘটনা হবে ১০ জানুয়ারি। সে দিন শুক্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে। যার ফলে সূর্যাস্তের পর শুক্রগ্রহকে আকাশে চাঁদের ঠিক পাশেই গোল তারার মতো খালি চোখে দেখা যাবে।