AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC Maintenance: ফ্রিজের মতো এসিতেও জমতে পারে বরফ! কী ভাবে বুঝবেন এমনটা হচ্ছে?

AC Maintenance: অনেকেই হয়তো জানেন, বাড়িতে ফ্রিজে অনেক সময় জল জমে গায়ে বরফ হয়ে যায়। তখন সেটিকে ডিফ্রস্ট করে সেই বরফ গলাতে হয়। নাহলে ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে। তেমনই এসিতেও কিন্তু বরফ জমতে পারে।

AC Maintenance: ফ্রিজের মতো এসিতেও জমতে পারে বরফ! কী ভাবে বুঝবেন এমনটা হচ্ছে?
| Updated on: May 15, 2025 | 1:50 PM
Share

গরম থেকে মুক্তির জন্য এখন প্রায় সব বাড়িতেই এসি লাগানোর চল রয়েছে। সূর্যদেবের যা দাপট তাতে এসি ছাড়া টেকাই দায়। তবে অনেকেই এসি সমন্ধে কিছু ছোর খাট বিষয় মাথায় রাখেন না। যার ফলে যখন তখন খারাপ হতে পারে এসি। এসি মেকানিকরাও যেমন বারবার করে এসি এবং ফ্যান একসঙ্গে চালাতে বারণ করেন। চালালেও তা অত্যন্ত কম স্পিডে চালাতে বলেন।

অনেকেই হয়তো জানেন, বাড়িতে ফ্রিজে অনেক সময় জল জমে গায়ে বরফ হয়ে যায়। তখন সেটিকে ডিফ্রস্ট করে সেই বরফ গলাতে হয়। নাহলে ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে। তেমনই এসিতেও কিন্তু বরফ জমতে পারে। কেন এসিতে বরফ জমে? কোন অংশে বরফ জমা হয়? বরফ জমার ফলে কী কী ক্ষতি হয়?

কেন জমে এসিতে বরফ?

এসির গ্যাস প্রায় শেষের দিকে চলে এলে, এয়ার কন্ডিশনার সিস্টেমের কর্মক্ষমতাও প্রভাবিত হতে শুরু করে। যখন গ্যাস কম থাকে, তখন বাষ্পীভবনের কয়েলে বরফ তৈরি হতে শুরু করে। ইভাপোরেটর ঘরের ভেতরের ঠান্ডা করার জন্য কাজ করে কিন্তু গ্যাস কম থাকার কারণে বরফ তৈরি হতে শুরু করে। ঠান্ডা হওয়াও কমে যায়।

নোংরা ফিল্টার এবং ব্লক হয়ে যাওয়া এসি ভেন্টের ফলে বায়ুপ্রবাহ কমে যায়। এই কারণেই কয়েলে বরফ তৈরি হয়। বায়ুপ্রবাহে বাধার কারণে, কয়েল ঠান্ডা হয়ে যায় এবং বাতাসে আর্দ্রতার কারণে বরফ তৈরি হতে শুরু করে। ফলে ঠান্ডা হওয়ার ক্ষমতা কমে যায়। এই সমস্যা এড়াতে হলে সময়ে সময়ে ফিল্টার পরিষ্কার করাটা প্রয়োজনীয়।

থার্মোস্ট্যাটের সমস্যার কারণে বরফ জমতে পারে। ঠান্ডা করার জন্য আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে এসি চালাতে হতে পারে। ফলে কয়েলগুলি ঠান্ডা হয়ে যায়। সেক্ষেত্রেও বরফ তৈরি হতে পারে। যদি থার্মোস্ট্যাট ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটি এসির তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই সমস্যা এড়াতে, নিয়মিত এসি রক্ষণাবেক্ষণ করুন। যাতে থার্মোস্ট্যাটটিও পরীক্ষা করা হয়।

এই সব সমস্যা এড়াতে নিয়মিত এসির রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। অবশ্যই বড় কোনও ক্ষতি এড়াতে এসির ফিল্টার পরিষ্কার রাখাটা গুরুত্বপূর্ণ।