AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Floor Count: ‘থার্ড ফ্লোর’ চিনবেন কীভাবে? কোন দেশে কোন ফ্লোরকে কী বলে জানেন!

'Floor Count: থার্ড ফ্লোর' মানে কি? তিন তলা নাকি চার তলা? এই প্রশ্নের উত্তর গুলিয়ে ফেলেন অনেকেই। লিফটে উঠলে তো ঝামেলা নেই। কিন্তু যদি উঠতে হয় সিঁড়ি দিয়ে তখন? কী করে বুঝবেন 'থার্ড ফ্লোর' মানে কত তলা? ভারতে কোন নিয়মে 'ফ্লোর' বোঝানো হয় জানেন?

Floor Count: 'থার্ড ফ্লোর' চিনবেন কীভাবে? কোন দেশে কোন ফ্লোরকে কী বলে জানেন!
| Updated on: Aug 17, 2024 | 2:49 PM
Share

‘থার্ড ফ্লোর’ মানে কি? তিন তলা নাকি চার তলা? এই প্রশ্নের উত্তর গুলিয়ে ফেলেন অনেকেই। লিফটে উঠলে তো ঝামেলা নেই। কিন্তু যদি উঠতে হয় সিঁড়ি দিয়ে তখন? কী করে বুঝবেন ‘থার্ড ফ্লোর’ মানে কত তলা?

আসলে নানা দেশে এই ‘ফ্লোর’কে নানা ভাবে ভাগ করা হয়। তার পরিপ্রেক্ষিতে এক একেক দেশে ‘থার্ড ফ্লোর’-এর মানে একেক রকম। কী রকম?

যেমন ধরুন ব্রিটেন, ইউরোপের বেশিরভাগ দেশে একতলা বা মাটির সমান ‘ফ্লোর’কে ‘গ্রাউন্ড ফ্লোর’ বলা হয়। পরের স্তরগুলিকে ‘ফার্স্ট ফ্লোর’, ‘সেকেন্ড ফ্লোর’ এই ভাবে বোঝানো হয়। আবার আমেরিকা, রাশিয়া বা চিনে একতলা বা মাটির সমান স্তরকে ‘ফার্স্ট ফ্লোর’ এবং পরের তলাগুলিকে ‘সেকেন্ড ফ্লোর’, ‘থার্ড ফ্লোর’ এই মর্মে চিহ্নিত করা হয়। ভারতে কোন নিয়মে ‘ফ্লোর’ বোঝানো হয় জানেন?

‘ফ্লোর’ বোঝানোর ক্ষেত্রে সারা বিশ্বে ৫ রকম পদ্ধতির চল রয়েছে। মূলত উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার কিছু অংশে, কানাডা, চিনে একই ধরনের পদ্ধতির চল রয়েছে। এক্ষেত্রে একতলা বা মাটির সমান তলকে ‘ফ্লোর ১’ বলে চিহ্নিত করা হয়। উপরের দিকে পরের ফ্লোরগুলিকে ‘ফ্লোর ২’, ‘ফ্লোর ৩’ হিসাবে বোঝানো হয়। আবার মাটি থেকে পাতালে প্রথম তলকে ‘বেসমেন্ট ১’, তারপরে ‘বেসমেন্ট ২’ হিসাবে ধরা হয়।

দক্ষিণ আমেরিকার ব্রাজিলে নিয়ম আবার আলাদা। ব্রাজিলে মাটির সমান তলকে ‘গ্রাউন্ড ১’ বলে চিহ্নিত করা হয়। উপরের দিকে পরের তলগুলিকে ‘ফ্লোর ১’, ‘ফ্লোর ২’ হিসাবে বোঝানো হয়। ‘গ্রাউন্ড ১’-এর পরে পাতালে তলগুলিকে ‘গ্রাউন্ড ২’, ‘গ্রাউন্ড ৩’ এই মর্মে চিহ্নিত করা হয়।

এশিয়া মহাদেশের একটি বড় অংশ‍ রয়েছে অন্য রীতি। সেখানে মাটির সমান তলকে ‘ফ্লোর ০’ বলে চিহ্নিত করা হয়। এবং উপরের দিকে পরের তলগুলিকে যথাক্রমে ‘ফ্লোর ১’, ‘ফ্লোর ২’ হিসাবে ধরা হয়। আবার মাটির নীচে পাতালে তলগুলিকে যথাক্রমে ‘ফ্লোর -১’, ‘ফ্লোর -২’ এই রূপে দেখানো হয়।

ব্রিটেন, ইউরোপের বেশ কিছু দেশে প্রচলিত আরেক নিয়ম। এই সব দেশে মাটির সমান তল বা একতলাকে ইংরেজিতে ‘গ্রাউন্ড ফ্লোর’ বলা হয়। উপরের দিকে পরবর্তী তলগুলিকে ‘ফ্লোর ১’, ‘ফ্লোর ২’ এই ক্রমাঙ্কে চিহ্নিত করা হয়। আর নীচের দিকে অর্থাৎ পাতালে তলগুলিকে ‘বেসমেন্ট ১’, ‘বেসমেন্ট ২’ এই মর্মে চিহ্নিত করা হয়।

প্রসঙ্গত ব্রিটেনের মতো ভারতেও এই একই নিয়ম প্রচলিত। অর্থাৎ আপনি যদি ভারতে থাকেন তার মানে লিফটে ‘থার্ড ফ্লোর’ বোতাম টেপার অর্থ আপনি বাস্তবে ৪ তলায় পৌঁছবেন।

আবার মধ্য এশিয়ায় কোথাও কোথাও মাটির সমান তলকে ‘গ্রাউন্ড ফ্লোর’ বলা হয়। উপরের দিকে তলগুলিকে যথাক্রমে ‘ফ্লোর ১’, ‘ফ্লোর ২’ রূপে ধরা হয়। এবং পাতালে তলগুলিকে ‘ফ্লোর -১’, ‘ফ্লোর-২’ এই হিসাবে চিহ্নিত করে।